বিনেশ ফোগাট। —ফাইল চিত্র।
রুপো কি পাবেন বিনেশ ফোগাট? ফাইনালে নামতে না পারা কুস্তিগিরের দাবি কি মানা হবে? রুপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন বিনেশ। তিন ঘণ্টা ধরে তার শুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী বিনেশের রুপো পাওয়ার কোনও সম্ভাবনা না থাকলেও ভারতীয় অলিম্পিক্স সংস্থা আশাবাদী যে, বিনেশ রুপো পাবেন।
শুক্রবার তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। সেখানে বিনেশের হয়ে লড়েন ফ্রান্সের চার জন আইনজীবী। তা ছাড়া ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা প্রমাণ করার চেষ্টা করেন যে, বিনেশ বেআইনি কিছু করেননি। কোনও অসদুপায় অবলম্বন করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছিলেন। তা হলে কেন তাঁকে রুপো দেওয়া হবে না? বেনেট জানিয়েছেন, সিদ্ধান্ত জানানো হবে।
শুনানির পরে সিঙ্ঘানিয়া সংবাদমাধ্যমে বলেন, “আন্তর্জাতিক ক্রীড়া আদালতের প্রতিনিধি জানিয়েছেন, তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো হবে। শুনানি ভাল হয়েছে। আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে বিনেশকে রুপো দেওয়া উচিত।”
বিনেশের প্রতিপক্ষ বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা। তারাও নিজেদের বক্তব্য রেখেছে। বিনেশের আইনজীবীরা জানিয়েছেন, শরীরের স্বাভাবিক ক্রিয়ায় ওজন বেড়েছে। প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন। প্রতিযোগিতার প্রথম দিন বিনেশের ওজন ৫০ কেজির নীচেই ছিল। পরে ওজন বাড়ে। এটা স্বাভাবিক পদ্ধতি। এর মধ্যে কোনও অনিয়ম নেই।
ভারতীয় অলিম্পিক্স সংস্থা আশাবাদী, রায় তাদের পক্ষে যাবে। সংস্থার প্রধান পিটি ঊষা বলেন, “অলিম্পিক্স সংস্থার কাজ বিনেশের পাশে থাকা। ওকে সব রকম ভাবে সাহায্য করা। সেটাই আমরা করেছি। মামলার ফল যা-ই হোক না কেন, আমরা ওর পাশে আছি। কুস্তিতে বিনেশের অবদান ভোলার নয়। আশা করছি, রায় বিনেশের পক্ষেই যাবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy