একটা সময় ছিল, যখন তাঁরাই স্লেজিং করতেন। ভারতীয় দলকে শুনতে হত। সময় পাল্টেছে। অস্ট্রেলীয় পেসারের মুখে অন্য সুর।
বিরাট কোহালিকে ভুলেও স্লেজিং করতে যেও না। এই সতর্কবার্তা দিচ্ছেন অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির সদস্য জশ হেজ্লউড। একটি ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেছেন, কোহালিকে বোলারেরা সব সময় নির্জীব অবস্থায় পেতে চায়। আর তা পেতে গেলে তাঁকে রাগিয়ে দেওয়া চলবে না। হেজ্লউড মনে করেন, বিরাটকে স্লেজিং করা মানেই ভারত অধিনায়ক তেড়েফুড়ে উঠে আরও ভাল খেলতে শুরু করবেন।
কী ভাবে তাঁরা কোহালির মতো রানমেশিনকে আটকানোর চেষ্টা করেন? জিজ্ঞেস করা হয়েছিল অস্ট্রেলীয় পেসারকে। তাঁর জবাব, ‘‘আমরা ওর সঙ্গে বেশি কথা বলার দিকে যাই না। গত বারের সিরিজটা দেখলেই বোঝা যাবে, আমরা ওর সঙ্গে বাগ্যুদ্ধে জড়ানোর চেষ্টাই করিনি।’’ হেজ্লউড যোগ করছেন, ‘‘আমার মনে হয়, উত্তপ্ত পরিস্থিতি বিরাটকে তাতিয়ে তোলে। তখন আরও বেশি করে ও নিজের সেরাটা বের করে আনতে পারে। বিশেষ করে যখন ব্যাট করে, ও এই ধরনের পরিস্থিতি পছন্দ করে। তাই আমরা একদম ওই রাস্তায় পা রাখিনি।’’