Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ অক্টোবর ২০২১ ই-পেপার

ফুচকাওয়ালা যশস্বীর শতরান জেতাল সিরিজ

সংবাদ সংস্থা
মোরাতুয়া ১০ অগস্ট ২০১৮ ২০:৪১
যশস্বীর অপরাজিত শতরান জেতাল ভারতকে। ছবি যশস্বীর টুইটারের সৌজন্যে।

যশস্বীর অপরাজিত শতরান জেতাল ভারতকে। ছবি যশস্বীর টুইটারের সৌজন্যে।

রূপকথার মতোই। উত্তরপ্রদেশের দোকানির ছেলে ভাগ্য ফেরাতে চলে এসেছিল মুম্বই। ক্রিকেটার হয়ে ওঠার পথ ছিল দুর্গম। দুধের দোকানে কাজ করার পর শুরু ফুচকা বিক্রি। সেই ফুচকাওয়ালা যশস্বী জায়সবালই শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে জেতালেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২১২ তুলেছিল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল। জবাবে বাঁ-হাতি ওপেনার যশস্বীর অপরাজিত ১১৪ রানের ইনিংসের সুবাদে ৪২.৪ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ১২৮ বলের ইনিংসে তিনি আটটি চার ও তিনটি ছয় মারলেন।

এই ইনিংসের সুবাদে ভারত শুধু আট উইকেটে ম্যাচই জিতল না। একইসঙ্গে ৩-২ ফলে সিরিজও জিতল। সিরিজে ১-২ পিছিয়ে পড়ার পর তা ছিনিয়ে নেওয়া বলেই এই জয়ের আলাদা গুরুত্ব।

Advertisement

আরও পড়ুন

Advertisement