Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Cricket

ফুচকাওয়ালা যশস্বীর শতরান জেতাল সিরিজ

অভাবের সঙ্গে লড়ে ক্রিকেটার হয়ে উঠেছে যশস্বী। আর সেই লড়াইয়েরই দাম পেল। শুক্রবার মোরাতুয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর শতরানই জেতাল ম্যাচ ও সিরিজ।

যশস্বীর অপরাজিত শতরান জেতাল ভারতকে। ছবি যশস্বীর টুইটারের সৌজন্যে।

যশস্বীর অপরাজিত শতরান জেতাল ভারতকে। ছবি যশস্বীর টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মোরাতুয়া শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ২০:৪১
Share: Save:

রূপকথার মতোই। উত্তরপ্রদেশের দোকানির ছেলে ভাগ্য ফেরাতে চলে এসেছিল মুম্বই। ক্রিকেটার হয়ে ওঠার পথ ছিল দুর্গম। দুধের দোকানে কাজ করার পর শুরু ফুচকা বিক্রি। সেই ফুচকাওয়ালা যশস্বী জায়সবালই শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে জেতালেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২১২ তুলেছিল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল। জবাবে বাঁ-হাতি ওপেনার যশস্বীর অপরাজিত ১১৪ রানের ইনিংসের সুবাদে ৪২.৪ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। ১২৮ বলের ইনিংসে তিনি আটটি চার ও তিনটি ছয় মারলেন।

এই ইনিংসের সুবাদে ভারত শুধু আট উইকেটে ম্যাচই জিতল না। একইসঙ্গে ৩-২ ফলে সিরিজও জিতল। সিরিজে ১-২ পিছিয়ে পড়ার পর তা ছিনিয়ে নেওয়া বলেই এই জয়ের আলাদা গুরুত্ব।

আরও পড়ুন: পূর্ব সিকিমে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চার ফুটবলারের

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহক নীরজ চোপড়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Yashasvi Jaiswal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE