অজিঙ্ক রাহানের জায়গায় রোহিত শর্মা আর সিনিয়র কোনও পেসারের জায়গায় যশপ্রীত বুমরাকে ভারতীয় দলে দেখে অবাক হয়ে গিয়েছিলেন ফ্যাফ ডুপ্লেসি। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
‘‘আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম ভারতের এই সিদ্ধান্ত দেখে। আমরা ভাবিনি বুমরাকে এই টেস্টে ওদের দলে দেখব। আমরা জানি বুমরা ওয়ান ডে ক্রিকেটে ভাল পারফর্ম করেছে। কিন্তু আমরা প্রস্ততি নিচ্ছিলাম আরও অভিজ্ঞ সিনিয়র কোনও পেসারের জন্য,’’ বলেন ডুপ্লেসি। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আরও এক জনকে ভারতীয় দলে দেখে অবাক হয়েছিলাম আমরা। অজিঙ্ক রাহানের জায়গায় রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটে রোহিত ফর্মে রয়েছে বলেই হয়তো ভারত ওকে দলে রেখেছিল।’’
পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ৬৫ রানে আট উইকেট হারানো নিয়ে তাঁর মন্তব্য, ‘‘সকালে এই পিচে ব্যাট করা অসম্ভব মনে হচ্ছিল। নিশ্চিত ভাবে তার জন্য মেঘলা আকাশ, স্যাঁতস্যাতে ভাব বড় ভূিমকা নিয়েছে। প্রিটোরিয়া আর জোহানেসবার্গে আশা করি আমরা এ রকমই উইকেট পাব। দুটো মাঠই গতির জন্য বিখ্যাত। আশা করি ওখানেও ভারতকে হারাতে পারব আমরা।’’