Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩

রাহানেরা বাদ পড়ায় বিস্মিত ডুপ্লেসিও

পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ৬৫ রানে আট উইকেট হারানো নিয়ে তাঁর মন্তব্য, ‘‘সকালে এই পিচে ব্যাট করা অসম্ভব মনে হচ্ছিল।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০৩:১৪
Share: Save:

অজিঙ্ক রাহানের জায়গায় রোহিত শর্মা আর সিনিয়র কোনও পেসারের জায়গায় যশপ্রীত বুমরাকে ভারতীয় দলে দেখে অবাক হয়ে গিয়েছিলেন ফ্যাফ ডুপ্লেসি। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

‘‘আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম ভারতের এই সিদ্ধান্ত দেখে। আমরা ভাবিনি বুমরাকে এই টেস্টে ওদের দলে দেখব। আমরা জানি বুমরা ওয়ান ডে ক্রিকেটে ভাল পারফর্ম করেছে। কিন্তু আমরা প্রস্ততি নিচ্ছিলাম আরও অভিজ্ঞ সিনিয়র কোনও পেসারের জন্য,’’ বলেন ডুপ্লেসি। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আরও এক জনকে ভারতীয় দলে দেখে অবাক হয়েছিলাম আমরা। অজিঙ্ক রাহানের জায়গায় রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটে রোহিত ফর্মে রয়েছে বলেই হয়তো ভারত ওকে দলে রেখেছিল।’’

পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ৬৫ রানে আট উইকেট হারানো নিয়ে তাঁর মন্তব্য, ‘‘সকালে এই পিচে ব্যাট করা অসম্ভব মনে হচ্ছিল। নিশ্চিত ভাবে তার জন্য মেঘলা আকাশ, স্যাঁতস্যাতে ভাব বড় ভূিমকা নিয়েছে। প্রিটোরিয়া আর জোহানেসবার্গে আশা করি আমরা এ রকমই উইকেট পাব। দুটো মাঠই গতির জন্য বিখ্যাত। আশা করি ওখানেও ভারতকে হারাতে পারব আমরা।’’

আরও পড়ুন: ‘প্রথম দলে দরকার ছিল রাহানেকে’

চতুর্থ দিন কেপ টাউনে প্রায় একার হাতে ভারতীয় ইনিংসকে শেষ করে দেওয়ার পরে ম্যাচের নায়ক ভার্নন ফিল্যান্ডার আবার ধন্যবাদ দিচ্ছেন তাঁর সতীর্থদের। বলে দিচ্ছেন, ‘‘আমরা ডেল স্টেনকে হারিয়েছিলাম। আমাদের একজন পেসার কম ছিল। কিন্তু কে জি (কাগিসো রাবাডা) এবং মর্নি (মর্কেল) দুর্দান্ত বল করল।’’ নিজের সম্পর্কে বলতে গিয়ে এই ফাস্ট বোলার বলছেন, ‘‘আমি বিশ্রামের পরে ফিরে এসেছিলাম। তাই একটু জড়তা ছিল। কিন্তু তাতে সমস্যা হয়নি।’’ স্টেনকে আর বাকি সিরিজে না পাওয়া প্রসঙ্গে ফিল্যান্ডার বলেছেন, ‘‘ডেল চ্যাম্পিয়ন বোলার। ও পেস আক্রমণকে দারুণ ভাবে নেতৃত্ব দিতে পারে। আশা করব, ডেল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE