বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে টানা তৃতীয় প্রতিযোগিতায় গোড়ার দিকে ছিটকে গেলেন পি ভি সিন্ধু। চিন ও কোরিয়া ওপেনের পরে বৃহস্পতিবার ডেনমার্ক ওপেনের দ্বিতীয় রাউন্ডে পঞ্চম বাছাই সিন্ধু স্ট্রেট গেমে হারেন বিশ্ব ক্রমপর্যায়ে ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং-এর বিরুদ্ধে।
সিন্ধু হারেন ১৪-২১, ১৭-২১ ফলে। লড়াই চলে ৪০ মিনিট। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সুপার ৭৫০ পর্যায়ের প্রতিযোগিতায় এর আগে সাইনা নেহওয়াল প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ায় মেয়েদের সিঙ্গলসে আশা ধরে রেখেছিলেন শুধু সিন্ধু।
পুরুষদের সিঙ্গলসে হেরে গিয়েছেন সমীর বর্মাও। সমীর হারেন ১২-২১, ১০-২১ ফলে অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের চেন লং-এর বিরুদ্ধে। জাপানের কেন্তো মোমোতার বিরুদ্ধে হারেন সাই প্রণীতও। মোমোতার পক্ষে ম্যাচের ফল ২১-৬, ২১-১৪। ডাবলসেও ছিটকে গিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। তাইল্যান্ড ওপেন জয়ী ভারতীয় জুটি ১৬-২১, ১৫-২১ হারেন ষষ্ঠ বাছাই চিনের হান চেং কাই ও ঝৌ হাও দং-এর বিরুদ্ধে।