Advertisement
১২ জুলাই ২০২৪

নতুন গাড়ি উপহার সিন্ধুকে

সিন্ধুর এই নতুন গাড়ি প্রাপ্তির নেপথ্যে রয়েছেন তেলঙ্গনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ভি চামুণ্ডেশ্বরনাথ। তিনিই তাঁর ক্রীড়াপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে এই গাড়ি উপহার দিয়েছেন সিন্ধুকে। বিশ্ব

পুরস্কার: শনিবার হায়দরাবাদে নতুন গাড়ির সঙ্গে পি ভি সিন্ধু। সঙ্গে গুরু গোপীচন্দ। ছিলেন দক্ষিণী চিত্রতারকা আক্কিনেনি নাগার্জুন (ডান দিকে)। টুইটার

পুরস্কার: শনিবার হায়দরাবাদে নতুন গাড়ির সঙ্গে পি ভি সিন্ধু। সঙ্গে গুরু গোপীচন্দ। ছিলেন দক্ষিণী চিত্রতারকা আক্কিনেনি নাগার্জুন (ডান দিকে)। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৪
Share: Save:

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় খেলোয়াড় পি ভি সিন্ধুর বাড়িতে এল নতুন গাড়ি। শনিবার হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় আয়োজিত এক অনুষ্ঠানে সিন্ধুর হাতে এই নতুন গাড়ির চাবি তুলে দেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা আক্কিনেনি নাগার্জুন। অনুষ্ঠানে হাজির ছিলেন সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দও।

সিন্ধুর এই নতুন গাড়ি প্রাপ্তির নেপথ্যে রয়েছেন তেলঙ্গনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ভি চামুণ্ডেশ্বরনাথ। তিনিই তাঁর ক্রীড়াপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে এই গাড়ি উপহার দিয়েছেন সিন্ধুকে। বিশ্বজয়ী এই ব্যাডমিন্টন তারকাকে গাড়ির চাবি হাতে তুলে দিয়ে নাগার্জুন বলেন, ‘‘সফল ক্রীড়াবিদদের এ ভাবে সম্মানিত করার জন্য চামুণ্ডেশ্বরনাথকে ধন্যবাদ। কোচ গোপীচন্দ এবং সিন্ধুর বাবা-মাকেও ধন্যবাদ এমন প্রতিভা দেশকে উপহার দেওয়ায়। গোটা বিশ্বে বন্ধুদের যখন বলি আমি সিন্ধুকে চিনি, তখন গর্ব হয়।’’

নতুন গাড়ি পেয়ে উচ্ছ্বসিত সিন্ধুর প্রতিক্রিয়া, ‘‘প্রথম গাড়ি উপহার দিয়েছিলেন চামুণ্ডেশ্বরনাথ স্যরই। এ বার নাগার্জুন স্যরের হাত থেকে গাড়ির চাবি নেওয়ার মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে। এই ভালবাসার মূল্য দিতে চাই টোকিয়ো অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P V Sindhu Akkineni Nagarjuna Badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE