অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য ব্রিসবেনে টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানের পেসার নাসিম শাহের বয়স ঠিক কত? এটা নিয়ে ক্রিকেটমহলে চলছে বিতর্ক। এই বিতর্ক থেকে নাসিমকে আড়াল করতে এ বার মাঠে নামল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের পুরনো এক টুইটে বিতর্কের সূত্রপাত। ২০১৮ সালের ১ ডিসেম্বর তিনি টুইট করেছিলেন নাসিমের বয়স ১৭ জানিয়ে। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় তাঁর বয়স ১৬ বলে জানানো হয়েছে। আর এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সাদিকের সেই টুইট। রীতিমতো হাসি ঠাট্টা শুরু হয় নাসিমের বয়স নিয়ে। সেই টুইট সামনে এনে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ গত ২২ নভেম্বর টুইট করেন, ‘দেখে তো দুর্দান্ত প্রতিভা বলেই মনে হচ্ছে। কিন্তু ওর বয়স এখন ১৬। বয়স পিছনের দিকে চলছে বলে মনে হচ্ছে।’