Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারত-পাক সিরিজ, শরিফের সম্মতি মিলল শ্রীলঙ্কায় গিয়ে খেলার?

আরও একটা বড় বাধা কাটল ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। সুত্রের খবর, সিরিজের জন্য পাক সরকারের সবুজ সঙ্কেত মিলেছে। এ বার শুধু অপেক্ষা ভারত সরকারের সম্মতির।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৪:১৫
Share: Save:

আরও একটা বড় বাধা কাটল ভারত এবং পাকিস্তানের মধ্যে বহু প্রত্যাশিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। সুত্রের খবর, সিরিজের জন্য পাক সরকারের সবুজ সঙ্কেত মিলেছে। এ বার শুধু অপেক্ষা ভারত সরকারের সম্মতির।

তিনটি ওয়ানডে এবং দু’টি টি২০-এর এই সম্ভাব্য সিরিজ নিয়ে প্রতাশার পারদ তুঙ্গে। বিসিসিআইয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এ দেশে এসে সিরিজ খেলার প্রস্তাব প্রথমেই নাকচ করে পাকিস্তান। আরব আমিরশাহিতে গিয়ে সিরিজ খেলার পাক প্রস্তাবও একই ভাবে নাকচ করে ভারতীয় বোর্ড। দু’দেশের ক্রিকেটীয় অচলাবস্থা কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার প্রস্তাব দেয় আইসিসি। তৃতীয় দেশে গিয়ে সিরিজ খেলতে সম্মতি জানায় দু’দেশের বোর্ডই। অপেক্ষা ছিল শুধু সরকারের সবুজ সঙ্কেতের। সিরিজ খেলার অনুমতি চেয়ে বিদেশমন্ত্রকের কাছে চিঠি দিয়েছে বিসিসিআই। পাকিস্তান রাজি হওয়ায় এ বার ভারত সরকার রাজি হলেই বহু বছর পর কোহলি-আফ্রিদিদের ফের এক সঙ্গে মাঠে দেখার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা। আর তা হলে ২০০৭ সালের পর দু’দেশের মধ্যে ফের পূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ হবে।

পড়ুন: সিরিজ সম্ভবত শ্রীলঙ্কায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india pakistan series bilateral series sri lanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE