আগামী অগস্ট-সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হবে এশিয়া কাপ হকি। তবে পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে সে দেশের খেলোয়াড়দের এখনও ভিসা দেওয়া হয়নি। দ্রুত ভিসা না দিলে আয়োজকদের কাছে ভারত থেকে এশিয়া কাপ সরানোর দাবি তোলা হবে বলে হুমকি দিল পাকিস্তান।
এশিয়া কাপ জিতলে সরাসরি পরের বছরের বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। তাই প্রতিটি দেশের কাছেই এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। পাকিস্তানও এশিয়া কাপ জিততে মরিয়া। কিন্তু ভারত সরকারের তরফে এখনও পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা দেওয়া হয়নি।
পাকিস্তান হকি সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এশিয়ান হকি সংস্থা এবং স্থানীয় আয়োজকদের তরফে লিখিত ভাবে ভিসা দেওয়ার আশ্বাস দেওয়া হলে তবেই তাঁরা ভারতে দল পাঠাবেন। তিনি বলেছেন, “দু’দেশের মধ্যে এখনও অশান্তি চলছে। তবে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হলে তবেই আমরা পাকিস্তান সরকারের কাছে আর্জি জানাব ভারতে দল পাঠানোর।”
তিনি আরও বলেছেন, “আমাদের সরকার কী করবে সেটা তাদের ব্যাপার। পাকিস্তান বরাবরই খেলা এবং রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করে।”
আরও পড়ুন:
পহেলগাঁও হামলার পর থেকেই দু’দেশের সম্পর্কের অবনতি হয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের প্রত্যাঘাত সেই সম্পর্ক তলানিতে নিয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসি-কে অনুরোধ করেছে যাতে তাদের আয়োজিত প্রতিযোগিতায় ভারত, পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়। এখন দেখার, হকির মাধ্যমে পরিস্থিতি বদলায় কি না।
পাকিস্তান শেষ দু’টি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি। শেষ বার বিশ্বকাপও খেলা হয়নি তাদের।