Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নেতা লক্ষ্মীকে ফোন পুরনো বন্ধু হাফিজের

প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেছেন দু’জনেই। সেই বন্ধু লক্ষ্মীরতন শুক্ল ভোটে দাঁড়িয়েছেন শুনে অবাক পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ! টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগের দিন দুপুরে বন্ধু লক্ষ্মীরতনকে ফোন করে বসেন হাফিজ। লক্ষ্মীকে ফোন করে পাক ক্রিকেটারের প্রশ্ন, ‘‘আরে তুমি রাজনীতি জয়েন করেছ? কলকাতায় এসে খবর পেলাম ভোটেও দাঁড়িয়েছ শুনলাম।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ০৩:৫৩
Share: Save:

প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেছেন দু’জনেই। সেই বন্ধু লক্ষ্মীরতন শুক্ল ভোটে দাঁড়িয়েছেন শুনে অবাক পাক অলরাউন্ডার মহম্মদ হাফিজ!

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগের দিন দুপুরে বন্ধু লক্ষ্মীরতনকে ফোন করে বসেন হাফিজ। লক্ষ্মীকে ফোন করে পাক ক্রিকেটারের প্রশ্ন, ‘‘আরে তুমি রাজনীতি জয়েন করেছ? কলকাতায় এসে খবর পেলাম ভোটেও দাঁড়িয়েছ শুনলাম। আশা রাখছি, তোমার মতো ভাল মানুষের হাত ধরে আগামী দিনে ভারতে ভাল নেতার উদয় হবে।’’ বলেই হাসতে শুরু করে দেন হাফিজ। লক্ষ্মী তখন হাওড়ায় ভোটের প্রচারে বেরিয়েছেন। কোনও মতে ব্যস্ততা সরিয়ে হাফিজের ফোন ধরেন তিনি। হাফিজ তখনও অনর্গল। ‘‘শ্রীলঙ্কার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলতে সোমবার ইডেনে গেলাম। অনেকে দেখলাম আমাদের সমর্থন করছেন। তোমাকে দেখলাম না কেন?’’

ভোটের প্রচার থামিয়ে মাঝরাস্তায় লক্ষ্মী তখন হাসছেন। হাফিজকে তিনি বলেন, ‘‘ভোটের প্রচার নিয়ে খুব ব্যস্ত রয়েছি। এর মধ্যে এক দিন দেখা করবই। সে দিন রাতে ডিনারে যাব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

laxmi ratan shukla md hafiz
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE