Advertisement
১৭ মে ২০২৪
ভারত জয়ী ৩০৪ রানে: সেরা শিখর ধবন, দু’ইনিংসে ২০৪ রান

হার্দিকের মধ্যে বেন স্টোকস-কে দেখছেন কোহালি

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ছাড়াও দ্বিতীয় ইনিংসে হার্দিকের বোলিংয়ে খুশি বিরাট। বলছেন, ‘‘প্রথম ইনিংসে হার্দিক সে ভাবে বল করার সুযোগ পায়নি। দ্বিতীয় ইনিংসে সুযোগটা কাজে লাগিয়েছে।

অভিষেকেই অধিনায়কের প্রশংসা পেলেন হার্দিক। ছবি: টুইটার

অভিষেকেই অধিনায়কের প্রশংসা পেলেন হার্দিক। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০৪:২০
Share: Save:

তাঁর অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি অধিনায়কের কাছ থেকে বড় সার্টিফিকেট পেয়ে গেলেন হার্দিক পাণ্ড্য। গলে টেস্ট জয় করে উঠে বিরাট কোহালি বলে দিলেন, হার্দিকের কিন্তু বেন স্টোকস হয়ে ওঠার ক্ষমতা আছে।

শনিবার সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, ‘‘হার্দিকের ওপর আমার অনেক ভরসা আছে। যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটেই ও খুব ভাল খেলতে পারে। সে মশলা ওর মধ্যে আছে।’’ এর পরেই ভারত অধিনায়ক যোগ করছেন, ‘‘ইংল্যান্ডের বেন স্টোকসকে দেখুন। দলের মধ্যে কতটা ভারসাম্য নিয়ে এসেছে স্টোকস। এই জিনিসটা আমাদের দরকার। এক জন অলরাউন্ডার। আত্মবিশ্বাস বাড়লে হার্দিক কিন্তু এই জায়গাটায় পৌঁছতে পারে।’’

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ছাড়াও দ্বিতীয় ইনিংসে হার্দিকের বোলিংয়ে খুশি বিরাট। বলছেন, ‘‘প্রথম ইনিংসে হার্দিক সে ভাবে বল করার সুযোগ পায়নি। দ্বিতীয় ইনিংসে সুযোগটা কাজে লাগিয়েছে। উইকেটে পেসারদের জন্য কিছু ছিল না। তাও লাইন-লেংথ ঠিক জায়গায় রেখেছে ও। বাউন্সারটাও ভাল কাজে লাগিয়েছে। ১৩৫ কিলোমিটার গতিতে ও বল করে। ওর মতো খেলোয়াড় দরকার টিমে।’’

আরও পড়ুন: ফেরার ম্যাচে হিট বিরাটদের জুটি

প্রশংসার এখানেই শেষ নয়। প্রথম ইনিংসে ভারতের ছ’শো রান তোলার পিছনে হার্দিকের অবদানের কথা আলাদা করে বলছেন বিরাট। তাঁর কথায়, ‘‘প্রথম ইনিংসে আমরা হয়তো ৫৫০ রানের কাছাকাছি এসে থেমে যেতাম। কিন্তু হার্দিকের ঝোড়ো ইনিংস আমাদের ছ’শো রানে পৌঁছে দিয়েছে।’’

নিজের পারফরম্যান্স নিয়ে বিরাট বলেছেন, ‘‘লোকে আমার ব্যর্থতার হিসেব রাখে। আমি রাখি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ দলের জয়ে এক জন ক্রিকেটার কী ভূমিকা নিল, সেটা। আমরা দেখি, কোন পরিস্থিতিতে কার কাছ থেকে কী চাওয়া হয়েছিল আর সে সেটা দিতে পারল কি না।’’

এই টেস্ট ছিল আর. অশ্বিনের পঞ্চাশতম টেস্ট। যে টেস্টে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তা পরিষ্কার করে দেন অশ্বিন। আর ম্যাচের পরে এই অফস্পিনার বলেছেন, ‘‘আমার কাছে টিম সব সময় আগে আসে। ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল। ভারতের হয়ে খেলব, আর দেশের ক্রিকেটকে যতটা পারি উচ্চতায় নিয়ে যাব।’’ কিন্তু এই মুহূর্তে আপনার সামনে লক্ষ্য কী? অশ্বিন বলছেন, ‘‘আমি কখনও নির্দিষ্ট লক্ষ্য সামনে নিয়ে খেলি না। আমি কোনও সংখ্যা সামনে রেখে মাঠে নামি না। আমি শুধু দেশকে নিজের সেরাটা দিতে চাই। সেই কাজটা করার পথে যদি নিজের কোনও রেকর্ড হয়, তা হলে হল। কিন্তু তার জন্য আলাদা কোনও লক্ষ্য থাকে না আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE