কোরিয়া সুপার সিরিজে অভিযান পরপর জয় দিয়ে শুরু করলেন পারুপাল্লি কাশ্যপ। কমনওয়েলথ গেমস সোনাজয়ী কাশ্যপ যোগ্যতা অর্জন পর্বে দুটি জয়ের ফলে পৌঁছে গেলেন মূলপর্বে।
জুলাইয়ে যুক্তরাষ্ট্র ওপেন গ্রঁ প্রি-গোল্ডে রানার্স কাশ্যপ প্রথমে চিনা তাইপের লিন ইউ সিয়েনকে হারান। এর পরে দ্বিতীয় ম্যাচে তিনি জয় পান কান চাও ইউয়ের বিরুদ্ধে। স্কোর কাশ্যপের পক্ষে যথাক্রমে ২১-১৯, ২১-১৯ এবং ২১-১৯, ২১-১৮।
এ বার কাশ্যপের লড়াই চিনা তাইপের সু জেন হাও-এর বিরুদ্ধে। এর আগে মুখোমুখি লড়াইয়ে তিন বার হাও-কে হারিয়েছেন কাশ্যপ। এক বার হেরেছেন। হার ২০১৪ এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে।