প্যাট কামিন্সের পরিবর্ত হিসেবে ভারতে আসছেন অ্যান্ড্রু টাই। অ্যাসেজের প্রস্তুতির জন্য ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষে দেশে ফিরে যাবেন কামিন্স। অ্যাসেজের আগে কামিন্সকে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচই খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েব সাইটে মঙ্গলবার কামিন্সের পরিবর্ত হিসেবে টাইয়ের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বাবার জন্যই খেলতে চান মিতেই
দলীপ অভিষেকেই সেঞ্চুরি, সচিনকে ছুঁলেন পৃথ্বী
টি২০ সিরিজ রাঁচীতে শুরু হবে ৭ অক্টোবর থেকে। দ্বিতীয় টি২০ ম্যাচটি ১০ অক্টোবর গুয়াহাটিতে। তৃতীয় ম্যাচ ১৩ অক্টোবর হায়দরাবাদে। এই বছরের শুরুতে আইপিএল খেলতে গিয়ে হাতের চোটের জন্য আর মাঠে নামতে পারেননি টাই। আবার ফিরছেন আন্তর্জাতিক ম্যাচে। আইপিএল-এ গুজরাতের হয়ে খেলেছিলেন টাই। ভাল ফর্মেই ছিলেন আইপিএল-এ। কিন্তু চোটই ছিটকে দিয়েছিল। পুণের বিরুদ্ধে ম্যাচ উইনিং হ্যাটট্রিকও ছিল। এ বার জাতীয় দলের হয়ে কী ভাবে ফিরে আসবেন সেটাই দেখার।