Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রেকর্ড দশ কোটি পাউন্ডে ইউনাইটেডে পোগবা

স্যর অ্যালেক্স ফার্গুসন তাঁর মায়ের কাছে ছুটেছিলেন যাতে সে ম্যান ইউ ছেড়ে না যায়। কিন্তু প্রথম দলে ছেলে সুযোগ পায় না বলে পল পোগবার মা ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন জুভেন্তাসে।

পোগবা

পোগবা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৪:১৯
Share: Save:

স্যর অ্যালেক্স ফার্গুসন তাঁর মায়ের কাছে ছুটেছিলেন যাতে সে ম্যান ইউ ছেড়ে না যায়। কিন্তু প্রথম দলে ছেলে সুযোগ পায় না বলে পল পোগবার মা ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন জুভেন্তাসে। অবশেষে চার বছর পর ফের ওল্ড ট্র্যাফোর্ডেই খেলতে দেখা যাবে ফরাসি মিডফিল্ডার পল পোগবাকে। আর সেটাও তাঁর পুরনো ছ’নম্বর জার্সিতে। শুধু তাই নয়। চার বছর পর পুরনো ক্লাবে পল পোগবা ফিরলেন রেকর্ড দশ কোটি পাউন্ডের চুক্তিতে। ভারতীয় মুদ্রায় যার পরিমান প্রায় ৮৬৭ কোটি ৭০ লক্ষ।

পুরনো ক্লাবে ফিরতে পেরে খুশি ফরাসি ফুটবলারও। বলছেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য হৃদয়ে একটি বিশেষ জায়গা রয়েছে। কোচ জোসে মোরিনহোর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’’ চলতি মরসুমে ম্যান ইউয়ের দায়িত্ব পাওয়ার পরেই পোগবার জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্তাদের কাছে জোরালো সওয়াল করেছিলেন মোরিনহো। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছাই বাস্তবায়িত হল।

এই মুহূর্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছিলেন পোগবা। মঙ্গলবার মার্কিন মুলুক থেকে লন্ডনে উড়ে আসেন প্রাইভেট জেটে। বিমানবন্দর থেকে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে যান লাল রঙের শেভ্রোলে ক্যামারো গাড়িতে। ক্যারিংটনে ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে ফটো সেশনের সঙ্গেই চলে তাঁকে নিয়ে ভিডিও তোলার কাজ। তার জন্য কখনও মাথার হুড সরিয়ে নিজের পরিচয় দিতে দেখা যায় পোগবাকে। কখনও বা তাঁর ‘বডি ডাবল’ দিয়ে অভ্যর্থনা করানো হয় তাঁকে।

বুধবারে

কলকাতা লিগ— মোহনবাগান : জর্জ টেলিগ্রাফ (মোহনবাগান মাঠ, ৫-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paul Pogba Manchester United
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE