Advertisement
E-Paper

গেরেরোর হ্যাটট্রিকে শেষ চারে পেরু

টুর্নামেন্ট শুরুর আগে কেউ পেরুকে নম্বর দেয়নি। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী ছিল, গ্রুপেই বিদায় হবে তাঁদের। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, তত প্রমাণ পাওয়া গিয়েছে যদি কোনও দলের পাশে ‘কা‌লো ঘোড়ার’ তকমা পড়া উচিত তা হলে তারা পেরুই। বৃহস্পতিবার রাতে বলিভিয়াকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে উঠল পেরু।

সোহম দে

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ১০:১২
হ্যাটট্রিকের পথে গেরেরো। ছবি: রয়টার্স।

হ্যাটট্রিকের পথে গেরেরো। ছবি: রয়টার্স।

টুর্নামেন্ট শুরুর আগে কেউ পেরুকে নম্বর দেয়নি। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী ছিল, গ্রুপেই বিদায় হবে তাঁদের। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, তত প্রমাণ পাওয়া গিয়েছে যদি কোনও দলের পাশে ‘কা‌লো ঘোড়ার’ তকমা পড়া উচিত তা হলে তারা পেরুই। বৃহস্পতিবার রাতে বলিভিয়াকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে উঠল পেরু। হতে পারে পেরুর তুলনায় বলিভিয়া দুর্বল দল। তবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল রিকার্ডো গারেসার দল।

সবার আশঙ্কা ছিল একটা ঘুম পাড়ানি ম্যাচ দেখতে চলেছে তারা। কিন্তু হল ঠিক উল্টোটা। বেশ ওপেন একটা খেলা হল। মোট চার গোল যেমন হল, তেমনই দুই দলই আক্রমণ করতে ভয় পেল না। প্রথমার্ধের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু করে। তবে ২০ মিনিটের মধ্যে প্রথম গোলটা পায় পেরু। ভারগাসের দুর্দান্ত ক্রসের সৌজন্যে পাওলো গেরেরো হেড দিয়ে ১-০ করেন। এর কিছুক্ষণ পরে ব্যবধান বাড়ায় পেরু। প্রতি আক্রমণে কুয়েভার পাসে সেই গেরেরোই নিজের দ্বিতীয় গোল করেন। জেফারসন ফারফানের দুটো শট আবার বারপোস্টে গিয়ে লাগে।

বিরতির পরে ছবি পাল্টায়নি। ম্যাচ যত এগিয়েছে ততই আক্রমণ বাড়িয়েছে পেরু। বলিভিয়াও সেট পিস থেকে বেশ কিছু ভাল সু্যোগ তৈরি করে। তবে তৃতীয় গোলটা পেয়ে ম্যাচ একতরফা লড়াইয়ে পরিণত করে পেরু। এরই মধ্যে চলতি টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিকটাও সেরে ফেললেন গেরেরো। বিপক্ষ ডিফেন্ডারের ভুল পাসের সৌজন্যে মাথা ঠান্ডা রেখে ফিনিশ করেন গত বারের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। ম্যাচে মোট ২৭টি গোলমুখি শট মারা পেরু আরও হয়তো গোল করতে পারত, তবে তি‌ন গোলে এগিয়ে একটু রক্ষণাত্মক হয়ে পড়ে দল। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে বলিভিয়ার মোরেনো গোল করলেও তা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছু ছিল না।

কোপা আমেরিকার ইতিহাসে দু’বার (১৯৩৯ ও ১৯৭৫) চ্যাম্পিয়ন হয়েছে পেরু। তৃতীয় বার ট্রফি জেতার লড়াইয়ে এ বার পেরুর সামনে সেমিফাইনালে অপেক্ষা করছে চিলির মতো শক্তিশালী দল। যে দল গোটা টুর্নামেন্টে ভাল ছন্দে আছে। ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে চিলিকে হারিয়ে পেরু চমকে দিতে পারে কি না এখন সেটাই দেখার।

soham de peru peru win peru copa america semifinal copa america semifinal copa america semifinal 2015 paolo guerrero
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy