Advertisement
২৭ এপ্রিল ২০২৪
french open

ফের বিতর্কে সাংবাদিক সম্মেলন, পড়ে গিয়ে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন কুইটোভা

চলতি প্রতিযোগিতায় মহিলা বিভাগে একাদশ বাছাই ছিলেন কুইটোভা।

পেত্রা কুইটোভা।

পেত্রা কুইটোভা। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১১:৩০
Share: Save:

সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্ত নেওয়ায় শাস্তি থেকে বাঁচতে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন নেয়োমি ওসাকা। এবার সাংবাদিক বৈঠক করতে গিয়ে এমন বিপদে পড়লেন পেত্রা কুইটোভা যে তাঁকেও নাম তুলে নিতে হল।

চলতি প্রতিযোগিতায় মহিলা বিভাগে একাদশ বাছাই ছিলেন কুইটোভা। মঙ্গলবার বেলজিয়ামের গ্রিট মিনেনকে ৬-৭ (৬-৩), ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারান তিনি। এরপরেই বাধ্যতামূলক সাংবাদিক বৈঠক করতে গিয়ে আচমকা পড়ে যান। জানা যায়, তাঁর গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। কিছুক্ষণ পরেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন কুইটোভা।

টুইটারে এক বিবৃতি পোস্ট করে কুইটোভা লিখেছেন, ‘প্রচণ্ড হতাশার সঙ্গে রোঁল গারোজ থেকে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করছি। রবিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠক করতে গিয়ে পড়ে যাই এবং গোড়ালিতে গুরুতর চোট লাগে। এমআরআই করে দলের সদস্যদের সঙ্গে আলোচনার পর না খেলার কঠিন সিদ্ধান্তটাই নিতে হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু চেষ্টা করব দ্রুত শক্তিশালী হয়ে ফিরে আসতে’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

french open Injury Petra Kvitova
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE