বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে খেলা। লাস পালমাসের বিরুদ্ধে লিওনেল মেসি দুরন্ত ফর্মে পরপর গোল করে বার্সেলোনাকে ৩-০ জেতাচ্ছেন অথচ স্টেডিয়ামে কোনও দর্শক নেই। অন্য সময় হলে গোটা স্টেডিয়াম কেঁপে উঠত মেসি, মেসি চিৎকারে, রবিবার মেসির জোড়া গোলের পরেও তেমন কিছুই হল না। তবে ম্যাচের পরে বার্সেলোনার তারকা জেরার পিকের মন্তব্যে উঠে আসল অন্য একটা চিত্র।
স্পেনে রাজনৈতিক ঝামেলায় প্রথমে ঠিক হয়েছিল ম্যাচটা বাতিলই হয়ে যাবে। বার্সেলোনাও চাইছিল ম্যাচটা বাতিল হোক। লা লিগা কর্তাদেরও বার্সেলোনা তাদের ইচ্ছে জানিয়ে দিয়েছিল। কিন্তু লা লিগা কর্তারা ম্যাচ বাতিল করতে চাননি। পাশাপাশি ম্যাচ বাতিল হলে বার্সেলোনার ছ’পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কাও ছিল।
ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে বার্সেলোনার তরফে ঘোষণা করা হয়, খেলা হবে, তবে দর্শকশূন্য অবস্থায়। ম্যাচের পরে পিকে অবশ্য বুঝিয়ে দিলেন কাতালানদের স্বাধীনতার যে দাবি নিয়ে স্প্যানিশ সরকারের সঙ্গে তুমুল ঝামেলা চলছে, তাতে তিনি কাতালানদের পাশেই আছেন।
আরও পড়ুন: সেই স্বাধীনতার গর্জন উঠল না ক্যাম্প ন্যু-তে
ম্যাচের পরে সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেন পিকে। বলেন, ‘‘আজ দিনটা খুব কঠিন ছিল। আমি কাতালান। আজ নিজেকে আরও বেশি করে কাতালান বলে মনে হচ্ছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘যে ভাবে পুলিশের অত্যাচারের ছবিটা দেখা যাচ্ছে তাতেই সব পরিষ্কার। আমরা তো একটা গণতন্ত্রে বাস করি, আমাদেরও তো একটা
আওয়াজ আছে।’’
শুধু কাতালানবাসীদের পাশে দাঁড়ানোই নয়, স্প্যানিশ টিম থেকে সরে দাঁড়ানোরও কথাও বলেন তিনি, ‘‘কোনও একনায়ক অথবা স্প্যানিশ ফেডারেশন যদি মনে করে আমাকে স্পেন দলে রাখা নিয়ে সমস্যা হচ্ছে, বা স্পেনের জাতীয় দলের জন্য আমি বিরক্তি তৈরি করছি, তা হলে আমি সরে যেতে রাজি।’’