Advertisement
০২ মে ২০২৪
Sports News

‘ধোনির নেতৃত্বে খেলব ভেবেই মুখিয়ে রয়েছি’

ওয়াটসন এর আগে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেটা ২০০৮ থেকে ২০১৫। তার পরের দু’বছর খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। যেখানে খেলতে হয়েছে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহালির নেতৃত্বে। এ বার খেলবেন প্রাক্তন ভারত অধিনায়কের নেতৃত্বে।

শেন ওয়াটসন এ বার খেলবেন ধোনির নেতৃত্বে। —ফাইল চিত্র।

শেন ওয়াটসন এ বার খেলবেন ধোনির নেতৃত্বে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৫
Share: Save:

আইপিএল-এ খেলবেন। খেলবেন নির্বাসন কাটিয়ে ফিরে আসা দল চেন্নাই সুপার কিংসে। কিন্তু এই সবে উচ্ছ্বসিত নন শেন ওয়াটসন। তিনি উৎফুল্ল অন্য কারণে। এই মরসুমে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। আর এতেই উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার এই অল-রাউন্ডার।

সিএসকে-র ওয়েব সাইটে ওয়াটসন বলেছেন, ‘‘চেন্নাইয়ের মতো দলের হয়ে খেলতে পারাটা সৌভাগ্যের। কিন্তু ধোনির নেতৃত্বে খেলতে পারব এটা আমাকে উচ্ছ্বসিত করছে।’’ ওয়াটসন এর আগে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেটা ২০০৮ থেকে ২০১৫। তার পরের দু’বছর খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। যেখানে খেলতে হয়েছে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহালির নেতৃত্বে। এ বার খেলবেন প্রাক্তন ভারত অধিনায়কের নেতৃত্বে।

যখন রাজস্থানের হয়ে খেলেছেন তখন বুঝেছেন এই চেন্নাইয়ের সঙ্গে শত্রুতার পরিমান কতটা। এ বার খেলবেন সেই দলের হয়েই। বলেন, ‘‘এটা একটু অন্যরকম অনুভূতি। সেই সময় সিএসকে রাজস্থানের সব থেকে বড় শত্রু ছিল। আইপিএল-এর প্রথম বছর থেকে দেখেছি সেটা। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি।’’ সদ্য বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে দারুণ সফল ওয়াটসন।

আরও পড়ুন
পঞ্চম ওয়ানডে-র আগে দল নিয়ে ভাবনায় বিরাটরা

২০১৬র মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়াটসন। কিন্তু আজও মুখিয়ে থাকেন খেলার জন্য। বলেন, ‘‘আমি এখনও খেলতে ভালবাসি। এই খেলাটাই আমাকে মুখিয়ে রাখে।সব ম্যাচই আমার কাছে অজানা। তাই আরও বেশি মুখিয়ে থাকি খেলার জন্য।’’ চেন্নাইয়ে ধোনি ছাড়া সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজার থাকাকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন ওয়াটসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE