ইউরো ফাইনালে হাঁটুর চোটে প্রথমার্ধেই বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে মাঠ থেকে। চোট এখনও না সারায় এ বার প্রাক্ বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
বাসেলে ৬ সেপ্টেম্বর পর্তুগালের প্রাক্ বিশ্বকাপ ম্যাচ। তার আগে ১ সেপ্টেম্বর জিব্রাল্টার সঙ্গে পোর্তোয় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথাও আছে তাদের।
পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস বলেছেন, ‘‘ইউরোর শেষ দিকে আমরা যে রকম খেলেছিলাম সেটাই ধরে রাখতে চাই। তবে যাঁদের ফিটনেসের সমস্যা আছে তাদের ছাড়াই নামতে হচ্ছে।’’ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের কোচের চিন্তা অবশ্য কিছুটা কমতে পারে দুই ফুটবলার দলে ফেরায়। যার মধ্যে আছেন চোটের জন্য মাঠের বাইরে থাকা বার্নার্ডো সিলভা। ইউরোয় তিনি খেলতে পারেননি। সঙ্গে ডিফেন্ডার লুইস নেটোও খেলতে পারেন। এ ছাড়া ডাক পেয়েছেন জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভাও।