বয়স মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন। আর এই বয়সেই দাবায় গ্র্যান্ডমাস্টার হয়ে গেল চেন্নাইয়ের আর প্রজ্ঞানানন্দ। বিশ্বনাথন আনন্দের শহর পেল আরও এক গ্র্যান্ডমাস্টার। তবে প্রজ্ঞানানন্দের কৃতিত্ব হল, দাবার ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হল সে।
মাত্র তিন মাসের ফারাকের জন্য ফসকে গেল কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টারের শিরোপা। ১৯৯০ সালে ইউক্রেনের সের্জে কারাজকিন ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিল।
এই মুহূর্তে ইতালির অর্টিসেইয়ে গ্রেডিনে ওপেন খেলছে প্রজ্ঞানানন্দ। শনিবার সেখানে অষ্টম রাউন্ডে ইতালির গ্র্যান্ডমাস্টার লুকা মোরোনি জুনিয়রকে হারায় সে। তবে তা যথেষ্ট ছিল না তৃতীয় জিএম নর্ম পাওয়ার জন্য। নবম রাউন্ডে ২৪৮২ রেটিংয়ের উপরে থাকা কারওর বিরুদ্ধে খেলতে হত তাঁকে। নেদারল্যান্ডসের ২৫১৪ রেটিংয়ের প্রুইজসার্সের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয় প্রজ্ঞানানন্দ।