অভিনন্দনের বন্যায় ভাসছেন লিয়েন্ডার। ৪২-এ পৌঁছেও গ্র্যান্ডস্লাম! তা-ও আবার মরশুমের চারটি মেজরের মধ্যে তিনটিই কব্জায়! অবিশ্বাস্য ঠেকছে টেনিস দুনিয়ার কাছে। শুধু টেনিস দুনিয়াই বা কেন? লিয়েন্ডারে অভিভূত সবাই। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন, ক্রিকেট দুনিয়া থেকে গ্ল্যামার জগৎ— টুইটারে বিভিন্ন মহলের শুভেচ্ছার পাহাড়চুড়োয় বুড়ো হাড়ে ভেল্কি দেখানো লিয়েন্ডার।
এই সংক্রান্ত আরও খবর লিয়েন্ডারের ইতিহাস, ৪৬ বছর পর মিক্সড ডাবলসে হ্যাটট্রিক জীবননদে দৃপ্ত হুঙ্কার
টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী থেকে বলিউডের সেলেবরাও।
প্রণব মুখোপাধ্যায়
ওয়েল ডান লিয়েন্ডার-মার্টিনা হিঙ্গিস, ইউএস ওপেন মিক্সড ডাবলস জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।
নরেন্দ্র মোদী
আবার ভাল খেলেছো লিয়েন্ডার-মার্টিনা হিঙ্গিস। বিশাল জয়ের জন্য অভিনন্দন। আমরা সবাই খুব খুশি।
অরুণ জেটলি
মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ইউএস ওপেন মিক্সড ডাবলস জয়ের জন্য লিয়েন্ডার পেজকে অভিনন্দন। ভারত এই ঐতিহাসিক জয়ের জন্য গর্বিত।
রবিশঙ্কর প্রসাদ
লিয়েন্ডার এবং মার্টিনা হিঙ্গিসকে অভিনন্দন ইউএস ওপেনে তাঁদের জয়ের জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিনন্দন লিয়েন্ডার ইউএস ওপেন মিক্সড ডাবলস খেতাব জয়ের জন্য। আমরা সবাই খুব গর্বিত।
এন চন্দ্রবাবু নাইডু
লিয়েন্ডার ও মার্টিনা হিঙ্গিসকে ইউএস ওপেনে মিক্সড ডাবলস খেতাব জয়ের জন্য অভিনন্দন। খুব ভাল খেলেছো তোমরা।
আনন্দীবেন পটেল
লিয়েন্ডার পেজ এবং মার্টিনা হিঙ্গিসের অপরাজেয় জুটিকে অভিনন্দন ইউএস ওপেন মিক্সড ডাবলস ২০১৫ খেতাব জয়ের জন্য। আমরা গর্বিত।
অমিতাভ বচ্চন
লিয়েন্ডার পেজ ও মার্টিনা হিঙ্গিস... ইউএস ওপেন বিজয়ে অভিনন্দন... টাই ব্রেকের সময় আমার ব্যাথা দাঁতটা উপড়ে দিয়েছ।
ফারহান আখতার
এবং আবার একটি গ্র্যান্ডস্লাম। অভিনন্দন লিয়েন্ডার-হিঙ্গিস মিক্সড ডাবলস খেতাব জয়ের জন্য।
রবিনা ট্যান্ডন
লিয়েন্ডার ভারতকে আবার গর্বিত করল। অভিনন্দন।
নেহা ধুপিয়া
অন্যান্য টুইটের থেকে অনেক বেশি বার এই টুইটটা করতে হয়। এবং এটা একটা ভুল ব্যাপার। অভিনন্দন লিয়েন্ডার-হিঙ্গিস তোমাদের বড় জয়ের জন্য।