Advertisement
E-Paper

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সেঞ্চুরিয়নে নামছে ভারত

রোহিতের পাশাপাশি কেপটাউন টেস্টে সুযোগ পাওয়া শিখর ধবনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। দুই ইনিংস মিলিয়ে শিখরের মোট রান ৩২। ফলে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে প্রথম এগারোয় ভারতীয় দলের ‘গব্বর’-এর সুযোগ প্রায় নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ১৮:২১
প্রথম টেস্টে ভুবনেশ্বর কুমাররা ভাল বোলিং করলেও ম্যাচ বাঁচাতে পারেনি ভারত। ছবি: এফপি।

প্রথম টেস্টে ভুবনেশ্বর কুমাররা ভাল বোলিং করলেও ম্যাচ বাঁচাতে পারেনি ভারত। ছবি: এফপি।

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারত। কেপটাউন টেস্টে ৭২ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে বিরাট কোহালির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমেই ধাক্কা খেয়েছে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে শনিবার(১৩ জানুয়ারি) দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিয়নে প্রোটিয়া বাহিনীর মুখোমুখি হচ্ছে ভারত।

তবে দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন নিশ্চিত। বিদেশের মাটিতে দুরন্ত পারফরম্যান্স করা অজিঙ্ক রাহানেকে বসিয়ে রোহিত শর্মাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম টেস্টে। তবে প্রত্যাশা মতো ফল করতে ব্যর্থ হন এই মুম্বইকর। দুই ইনিংস মিলিয়ে রোহিত করেছিলেন ২১ রান। ঘরের মাঠে রোহিতের ফর্মকে মাথায় রেখেই যে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল তা কেপটাউন টেস্ট শেষে জানিয়েও ছিলেন ভারত অধিনায়ক। তবে প্রথম টেস্টে ভাল না খেললেও সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে রোহিতকে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর রোহিতকে রেখেই দলে রাহানেকে ফিট করতে চায় ভারত। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলানো হতে পারে রাহানেকে।

আরও পড়ুন: আম্পায়ারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক, রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই

আরও পড়ুন: এই ভারতীয় দলে পরিবর্তন আনাটা বোকামি: ডোনাল্ড

অন্য দিকে, রোহিতের পাশাপাশি কেপটাউন টেস্টে সুযোগ পাওয়া শিখর ধবনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। দুই ইনিংস মিলিয়ে শিখরের মোট রান ৩২। ফলে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে প্রথম এগারোয় ভারতীয় দলের ‘গব্বর’-এর সুযোগ প্রায় নেই। শিখরের পরিবর্তে দলে ফেরানো হতে পারে কেএল রাহুলকে।

অন্য দিকে, ব্যাটিং লাইনআপের মতো বোলিং ব্রিগেডেও পরিবর্তন আসছে ভারতীয় দলে। গত ম্যাচে অভিষেক হওয়া জসপ্রীত বুমরার পরিবর্তে শুরু করতে পারেন ইশান্ত শর্মা। ইশান্ত ছাড়া এই ম্যাচে ভারতীয় পেস ব্যাটারির দায়িত্ব সামলাতে দেখা যাবে ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামিকে।

অন্য দিকে, একটি পরিবর্তন ছাড়া গোটা দল অপরিবর্তিত রেখেই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে চাইছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। চোট পাওয়া ডেল স্টেনের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে পারেন ক্রিস মরিস।

India South Africa Ajinkya Rahane KL Rahul Rohit Sharma Shikhar Dhawan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy