দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারত। কেপটাউন টেস্টে ৭২ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে বিরাট কোহালির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।
তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমেই ধাক্কা খেয়েছে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে শনিবার(১৩ জানুয়ারি) দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিয়নে প্রোটিয়া বাহিনীর মুখোমুখি হচ্ছে ভারত।
তবে দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন নিশ্চিত। বিদেশের মাটিতে দুরন্ত পারফরম্যান্স করা অজিঙ্ক রাহানেকে বসিয়ে রোহিত শর্মাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম টেস্টে। তবে প্রত্যাশা মতো ফল করতে ব্যর্থ হন এই মুম্বইকর। দুই ইনিংস মিলিয়ে রোহিত করেছিলেন ২১ রান। ঘরের মাঠে রোহিতের ফর্মকে মাথায় রেখেই যে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল তা কেপটাউন টেস্ট শেষে জানিয়েও ছিলেন ভারত অধিনায়ক। তবে প্রথম টেস্টে ভাল না খেললেও সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে রোহিতকে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর রোহিতকে রেখেই দলে রাহানেকে ফিট করতে চায় ভারত। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলানো হতে পারে রাহানেকে।