শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে একাধিক নতুন মুখ। তরুণদের কাছে সুযোগ নিজেদের প্রমাণ করার। আকাশ চোপড়া মনে করেন সকলকে ছাপিয়ে যেতে পারেন পৃথ্বী শ। যাঁকে ভারতের টেস্ট দলে পাওয়ার জন্যেও আবেদন করেছিলেন বিরাট কোহলীরা।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, “২০২১ সালে যে রকম ছন্দে রয়েছে পৃথ্বী তাতে সবাইকে ছাপিয়ে যেতে পারে ও। উল্টো দিকে যে ব্যাটসম্যানই থাক, পৃথ্বী খেলতে শুরু করলে সবাইকে পিছনে ফেলে দিতে পারে।”
শুধু পৃথ্বী নন, আকাশ তাকিয়ে থাকবেন বরুণ চক্রবর্তী, সূর্যকুমার যাদব, দীপক চহার, ঈশান কিষাণদের দিকেও। তিনি বলেন, “ভারতীয় দলে কোনও বিস্ময় স্পিনার নেই। বরুণ সেই জায়গাটা নিতে পারে। একজন বিস্ময় স্পিনার থাকলে বোলিং বিভাগটা পূর্ণ হয়ে যাবে।”