Advertisement
E-Paper

আজ থেকে শুরু প্রো-কবাডি লিগ

শুক্রবার হায়দরাবাদে উদ্বোধন হবে প্রো-কবাডি লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের বিভিন্ন নক্ষত্র থেকে সিনে দুনিয়ার বিভিন্ন তারকারা।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ১৭:৫৮
এই ট্রফিকে পাখির চোখ করেই আজ থেকে শুরু হচ্ছে প্রো-কবাডি লিগ।

এই ট্রফিকে পাখির চোখ করেই আজ থেকে শুরু হচ্ছে প্রো-কবাডি লিগ।

ঢাঁকে কাঠি পড়তে চলেছে ২০১৭ প্রো-কবাডি লিগের। চার পেড়িয়ে পাঁচে পা দিতে চলেছে মেগা এই কবাডি টুর্নামেন্ট। গত চার বছর ধরে আইপিএল-আইএসএলের ভিড়েও, স্বমহিমায় জায়গা করে রেখেছে প্রো-কবাডি লিগ। যার ফল, আট দলের পরিবর্তে প্রো-কবাডি লিগের পঞ্চম সংস্করণটি হতে চলেছে ১২টি দল নিয়ে। ৩ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে চলবে এই টু্র্নামেন্ট।শুক্রবার হায়দরাবাদে উদ্বোধন হবে প্রো-কবাডি লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের বিভিন্ন নক্ষত্র থেকে সিনে দুনিয়ার বিভিন্ন তারকারা। এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইবেন সুপারস্টার অক্ষয় কুমার।

বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিশনার অনুপম গোস্বামী বলেন, “আমি গর্বিত এবং উত্তেজিত ২০১৭ প্রো-কাবাডি লিগকে কেন্দ্র করে। একই সঙ্গে কৃতজ্ঞ স্পনসর, কবাডি ফেডারেশন এবং সমর্থকদের কাছে। তাঁদের সহযোগিতাতেই আজ এতটা সফল প্রো-কবাডি।”

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ক্রিকেটের সমস্যা একই জায়গায়

উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত এবং তামিলনাডু- এই রাজ্যগুলি থেকে নতুন চারটি দল অংশ নেবে এ’বারের প্রো-কবাডি লিগে। নতুন চারটি দল হল গুজরাত, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং তামিলনাড়ু।

এ দিন গাচিবলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তেলুগু টাইটান্স এবং তামিল থালাইভাস। ২৮ অক্টোবর চেন্নাইতে ফাইনাল হওয়ার কথা এই টুর্নামেন্টের।

প্রো-কবাডি লিগে অংশগ্রহনকারী ১২টি দল:

বেঙ্গল ওয়ারিয়র্স, বেঙ্গালুরু বুলস, দাবাং দিল্লি কেসি, গুজরাত ফরচুনিজিয়ান্টস, হরিয়ানা স্টিলার্স, জয়পুর পিঙ্ক প্যান্থার্স, পুণেরী পাল্টন, ইউ মুম্বা, পটনা পাইরেটস, তামিল থ্যালাইভাস, তেলুগু টাইটান্স এবং ইউপি যোদ্ধা।

Pro Kabaddi League Kabaddi Bengal Warriors Jaipur Pink Panthers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy