Advertisement
১৭ মে ২০২৪

মর্গ্যানের প্র্যাকটিসে গোলমাল

তাঁর জমানায় আগেও বহুবার গণ্ডগোল হয়েছে প্র্যাকটিসের মধ্যে। কখনও-সখনও সেই ঝামেলার আঁচ এত দূর গড়িয়েছে যে, লাল-হলুদের ব্রিটিশ কোচ ট্রেভর মর্গ্যান বাধ্য হয়েছেন ‘ক্লোজড ডোর’ প্র্যাকটিস চালু করতে। শুক্রবার ঘটনাচক্রে ফের সেই ছবি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৪:২৭
Share: Save:

তাঁর জমানায় আগেও বহুবার গণ্ডগোল হয়েছে প্র্যাকটিসের মধ্যে। কখনও-সখনও সেই ঝামেলার আঁচ এত দূর গড়িয়েছে যে, লাল-হলুদের ব্রিটিশ কোচ ট্রেভর মর্গ্যান বাধ্য হয়েছেন ‘ক্লোজড ডোর’ প্র্যাকটিস চালু করতে। শুক্রবার ঘটনাচক্রে ফের সেই ছবি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে। এ বারের দুই চরিত্র মেহতাব হোসেন আর লালরিন্ডিকা। তবে দু’জনের মধ্যে গোলমাল হলেও সেটা খুব বড় কিছু নয়।

ঘটনার সূত্রপাত, একটা ট্যাকলকে কেন্দ্র করে। মেহতাবের পা থেকে বল কাড়তে গিয়ে ডিকার কড়া দাওয়াই। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মর্গ্যানের প্র্যাকটিস। যদিও মেহতাব তেড়েফুঁড়ে ডিকার দিকে যাওয়ার আগেই বাকি ফুটবলাররা পরিস্থিতি সামলে দেন দু’জনকে আলাদা করে। মর্গ্যানও এগিয়ে আসেন। প্র্যাকটিসের পরে অবশ্য লাল-হলুদ কোচ এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে গণ্ডগোলের রেশ যে খুব চড়া ছিল না, সেটা পরিষ্কার হয়ে যায় যখন মেহতাব-ডিকা এক সঙ্গে হাসতে হাসতে মাঠ ছেড়ে বেরোন। টিমের এক ফুটবলার বলছিলেন, ‘‘এ রকম ঝামেলা তো প্র্যাকটিসে হয়েই থাকে। সাধারণ ব্যাপার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mehtab Dika East bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE