গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে আয়োজিত ক্লাসিক্যাল ওপেন ফাইড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রলয় সাহু। ৯ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চ্যাম্পিয়ন হন প্রলয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কমনওয়েলথে দাবা চ্যাম্পিয়ন বাঙালি গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন দিব্যেন্দুও।
বুধবার শেষ রাউন্ডের খেলায় প্রলয়ের মুখোমুখি হয়েছিলেন শৌনক মজুমদার। কালো ঘুটি নিয়ে খেললেও শুরুতে শৌনকের ই৪ ওপেনিংয়ের পাল্টা সিসিলিয়ান ডিফেন্সে যান প্রলয়। মাঝপথে খেলার রাশ নিজের হাতে নেন তিনি। খেলায় ফিরে আসার অনেক চেষ্টা করেন শৌনক। কিন্তু দিব্যেন্দুর অ্যাকাডেমির এই ছাত্র শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন। ৮ পয়েন্ট নিয়ে প্রথম হন তিনি।