Advertisement
১৭ মে ২০২৪

আন্তর্জাতিক ক্যারাটেতে জেলার ছেলেমেয়েরা

প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র দু’টি বিভাগ রয়েছে। অনূর্ধ্ব-৬, ৮, ১০, ১১, ১২ ও ১৩ বছর বয়সের প্রতিযোগীরা থাকবেন জুনিয়র বিভাগে। অনূর্ধ্ব-১৫, ১৭, ১৮ এবং ১৮ বছরের বেশি প্রতিযোগীরা থাকছেন সিনিয়র বিভাগে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সৌমেশ্বর মণ্ডল
মেদিনীপুর শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০৩:৩৯
Share: Save:

তৃতীয় ‘আন্তর্জাতিক ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ’-এ যোগ দিচ্ছে জেলার ছেলেমেয়েরা। আন্তর্জাতিক সংগঠন সেইসিঙ্কাই সিতোরিয়ো ক্যারাটে ডু ফেডারেশনের আয়োজনে, বেঙ্গল অলিম্পিক ও ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সহযোগিতায় এবং বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ শনিবার ও কাল রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৪টি দেশের প্রায় তিন হাজার প্রতিযোগী যোগ দেবেন এখানে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকে মোট ২৬ জন প্রতিযোগী যোগ দিচ্ছে।

প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র দু’টি বিভাগ রয়েছে। অনূর্ধ্ব-৬, ৮, ১০, ১১, ১২ ও ১৩ বছর বয়সের প্রতিযোগীরা থাকবেন জুনিয়র বিভাগে। অনূর্ধ্ব-১৫, ১৭, ১৮ এবং ১৮ বছরের বেশি প্রতিযোগীরা থাকছেন সিনিয়র বিভাগে। ২৯ জুলাই জুনিয়রদের প্রতিযোগিতা, ৩০ জুলাই সিনিয়রদের। তিন জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ১২ জন এবং ঝাড়গ্রাম থেকে ১০ জন যোগ দেবে। এর মধ্যে জুনিয়র বিভাগে ৩ জন ও সিনিয়র বিভাগে ২১ জন। জেলার ২৬ জন প্রতিযোগীর মধ্যে অনেকেই কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে আয়োজিত ‘স্কুল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’ এবং মুম্বইতে আয়োজিত ‘ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ’-এ যোগ দিয়ে ভাল ফল করেছে। পশ্চিম মেদিনীপুর ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসবিহারী পাল জানিয়েছেন, বয়সের পাশাপাশি ওজনেরও ভাগ রয়েছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতা হবে দু’টি গ্রুপে ভাগ করে— ‘কাতা’ ও ‘কুমিতে’। শারীরিক কসরতের প্রদর্শন হল ‘কাতা’ আর মুখোমুখি লড়াই হল ‘কুমিতে’। জঙ্গলমহল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষক গৌরাঙ্গ পাল বলেন, “এত বড় মাপের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা দেশে এই প্রথম। দেশ ও বিদেশের প্রতিযোগীদের দেখে আমাদের জেলার ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারবেন।”

নেতাজি ইন্ডোরে একসঙ্গে ১০টি রিংয়ে বিভিন্ন বিভাগের খেলা হবে। ওপেন বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পাবেন। দ্বিতীয় স্থানাধিকারী ২৫ হাজার টাকা ও দুই তৃতীয় স্থানাধিকারী ১৫ হাজার টাকা পাবেন। সঙ্গে মেডেল, ট্রফি ও ক্যারাটের পোশাকও তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE