Advertisement
০২ মে ২০২৪
Sports News

পূজারার ব্যাটে লড়ছে ভারত, সঙ্গী ঋদ্ধিমান

অস্ট্রেলিয়ার জোড়া সেঞ্চুরির জবাবে ভারতের একটি সেঞ্চুরি। তাতে তৃতীয় দিনের শেষে ৯১ রানে পিছিয়ে থাকল টিম ইন্ডিয়া। হাতে রয়েছে চার উইকেট। শনিবার সকালে ৪২ রানে মুরলী বিজয় ও ১০ রান নিয়ে চেতেশ্বর পূজারা ব্যাট করতে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর চেতেশ্বর পূজারা। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর চেতেশ্বর পূজারা। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১৭:৪৮
Share: Save:

প্রথম ইনিংস: তৃতীয় দিনের শেষে

অস্ট্রেলিয়া ৪৫১

ভারত ৩৬০/৬

অস্ট্রেলিয়ার জোড়া সেঞ্চুরির জবাবে ভারতের একটি সেঞ্চুরি। তাতে তৃতীয় দিনের শেষে ৯১ রানে পিছিয়ে থাকল টিম ইন্ডিয়া। হাতে রয়েছে চার উইকেট। শনিবার সকালে ৪২ রানে মুরলী বিজয় ও ১০ রান নিয়ে চেতেশ্বর পূজারা ব্যাট করতে নেমেছিলেন। তৃতীয় দিনের শুরুতে নিজের রানে আরও ৪০ রান যোগ করেন চোট সারিয়ে ফেরা মুরলী বিজয়। তিনি যখন আউট হন তখন ভারতের রান ১৯৩। এর পরটা পুরোটাই লেখা থাকল তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারার নামে। একাই লড়ে গেলেন। আর উল্টোদিকে তখন পর পর যেন তখন প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতা। তার মধ্যেই নিজের কাজ করে গেলেন তিনি।

আরও খবর: আবার ফেল করল বিরাটের ব্যাট, ৫ ইনিংসে মোট রান ৪৬

রাঁচীতে তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৫১তে। টেস্ট ক্রিকেটে এটা বিরাট কোনও রান না হলেও টেনশনের পিচে এই রানও অনেকটাই বড় মনে হয়। সেই লক্ষ্যেই দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনের ১২০/১ থেকে তৃতীয় দিন শেষ হল ৩৬০/৬এ। এই মুহূর্তে ১৩০ রান করে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও ১৮ রান করে ঋদ্ধিমান সাহা। এদিন শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন পূজারা। এই সিরিজে একটি ৯২ রানের ইনিংসও রয়েছে তাঁর। একদিকে রান তুলছিলেন তিনি অন্যদিকে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরছিলেন কোহালি, রাহানে, অশ্বিনরা। পূজারার অপরাজিত ১৩০ রান এল ৩২৮ বলে। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৭টি বাউন্ডারি দিয়ে।

পূজারার সেঞ্চুরির দিন আবারও ফ্লপ অধিনায়ক বিরাট কোহালি। চার নম্বরে ব্যাট করতে এসে আউট হলেন মাত্র ছ’রান করে। প্রথম দিনই বিরাটের চোট অস্বস্তিতে ফেলে দিয়েছিল ভারতীয় শিবিরকে। কিন্তু চোট সমস্যা মিটিয়ে দলকে ভরসা দিতে নামলেও তার ব্যাট ভারতীয় ইনিংসকে ভরসা দিতে পারেনি। এর পর ১৪ রানে অজিঙ্ক রাহানে, ২৩ রানে করুণ নায়ার ও তিন রানে রবিচন্দ্রন অশ্বিন ফেরেন প্যাভেলিয়নে। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন প্যাট কামিন্স। একটি করে উইকেট হ্যাজেলউড ও ও’কিফের। প্রথম ইনিংসে এগিয়ে যেতে হলে এই জুটিকে টিকে থাকতে হবে লাঞ্চ পর্যন্ত। ঋদ্ধিমানকে বড় ইনিংসের জন্যও লড়তে হবে। প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে থাকতে না পারলে দ্বিতীয় ইনিংসে সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের। যদি না বল হাতে অসাধারণ কিছু করে ফেলেন অশ্বিন, জাডেজারা। প্রথম ইনিংসে বল হাতে সফল জাডেজা। তাঁর ঝুলিতে এসেছে পাঁচ উইকেট। উমেশ পেয়েছিলেন তিন। কিন্তু ফ্লপ অশ্বিন। তাঁর ঘূর্ণি রাঁচীতে কাজ করেনি। দ্বিতীয় ইনিংসে যদি কাজ করে যায় অশ্বিনের ঘূর্ণি তা হলে সুবিধে হবে ভারতীয় ব্যাটিংয়েরই। আপাতত অবশ্য এই ইনিংসেই বড় রানের লক্ষ্যে চতুর্থদিন নামবে ভারতীয় দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cheteswar Pujara Wriddhiman Saha Pat Cummins
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE