Advertisement
১২ অক্টোবর ২০২৪
PV Sindhu

এশিয়া ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, প্রণয়, বিদায় শ্রীকান্তের

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার তিনি স্ট্রেট গেমে জিতলেন চিনের হান ইউয়ের বিরুদ্ধে। সিন্ধু ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন এইচএস প্রণয়।

pv sindhu

সিন্ধু বিধ্বংসী ছন্দে ছিলেন। তিনি ইউকে ৩৩ মিনিটেই ২১-১২, ২১-১৫ গেমে হারিয়েছেন। — ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৭:২৭
Share: Save:

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার তিনি স্ট্রেট গেমে জিতলেন চিনের হান ইউয়ের বিরুদ্ধে। সিন্ধু ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন এইচএস প্রণয়। তবে হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত। ইন্দোনেশিয়ার চিকো অরা দি ওয়ারদোয়োকে ১৬-২১, ২১-৫, ১৮-২১ হারাতে ৬২ মিনিট সময় লেগেছে প্রণয়ের। শ্রীকান্ত হেরেছেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারায়োকার কাছে ১৪-২১, ২২-২০ এবং ৯-২১ গেমে।

প্রণয় পরের রাউন্ডে খেলবেন জাপানের কান্তা সুনেয়ামার বিরুদ্ধে। সিন্ধু অবশ্য বিধ্বংসী ছন্দে ছিলেন। তিনি ইউকে ৩৩ মিনিটেই ২১-১২, ২১-১৫ গেমে হারিয়েছেন। অষ্টম বাছাই সিন্ধু পরের রাউন্ডে আন সে ইয়ংয়ের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় জুটি রোহন কপূর এবং এন সিক্কি রেড্ডি। তাঁরা কোরিয়ার জুটি সিয়ো সিউং জায়ে এবং চায়ে ইউ জুংয়ের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছেন। পরের রাউন্ডে তাঁরা খেলবেন ইন্দোনেশিয়ার জুটি দেজান ফার্দিনানসিয়া এবং গ্লোরিয়া এমানুয়েলে উইজাজার বিরুদ্ধে।

মিক্সড ডাবলসে হেরে গেলেন বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পা। তাঁরা ১৫-২১, ১৭-২১ গেমে হেরেছেন। পুরুষ ডাবলসে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা জিন ইয়ং এবং না সুং সিউংকে হারিয়েছেন ২১-১৩, ২১-১১ গেমে। এর পর তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার জুটি মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের বিরুদ্ধে খেলবেন।

অন্য বিষয়গুলি:

PV Sindhu badminton HS Prannoy kidambi srikanth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE