Advertisement
২৬ এপ্রিল ২০২৪
record

১৫ বছরের খুদের নজির, খেলাধুলোয় নতুন ইতিহাস

বয়স মাত্র ১৫ বছর। খেলা দেখে কে বলবে। এর মধ্যেই নতুন নজির গড়ে ফেলেছে রাশিয়ার এক খেলোয়াড়। ক্রীড়াবিশ্বকে চমকে দিয়েছে সে।

mirra andreeva

টেনিসের ক্রমতালিকায় ১৯৪তম স্থানে রয়েছে মিরা। — ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৫০
Share: Save:

নজির গড়ল মিরা আন্দ্রিভা। রাশিয়ার এই খেলোয়াড় তৃতীয় কনিষ্ঠ হিসাবে ডব্লিউটিএ ১০০০ প্রতিযোগিতায় ম্যাচ জিতল। এ ধরনের উচ্চমানের প্রতিযোগিতায় এত কম বয়সে ম্যাচ জেতার নজির রয়েছে আর মাত্র দু’জনের। তাঁরা হলেন কোকো গফ এবং সিসি বেলিস। মাদ্রিদ ওপেনে মিরা ৬-৩, ৬-৪ হারিয়েছে লেলা ফের্নান্দেসকে। এ ছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে প্রথম পঞ্চাশে থাকা খেলোয়াড়কে হারাল সে।

ম্যাচের পর মিরা বলেছে, “খুব কঠিন একটা ম্যাচ খেললাম। নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য ছিল। প্রতিটি পয়েন্টের জন্যে লড়াই করেছি। যে ভাবে খেলেছি তাতে খুবই খুশি।” ম্যাচে মিরা চারটি ‘এস’ মেরেছে এবং প্রথম সার্ভিসে ৬৮ শতাংশ ক্ষেত্রে পয়েন্ট জিতেছে। তিন বার ব্রেক পেয়েছে ম্যাচে, যা ফের্নান্দেসকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল।

টেনিসের ক্রমতালিকায় ১৯৪তম স্থানে রয়েছে মিরা। তাঁকেও ফের্নান্দেসের বিরুদ্ধে ম্যাচে চারটি ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছে। চলতি মরসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জুনিয়র সিঙ্গলসের ফাইনালে হেরেছে মিরা।

ম্যাচের পর মিরা আরও বলেছেন, “আমার কোচ বলেছেন পাঁচ বছর পরে আমার মনেও থাকবে অস্ট্রেলিয়ার ওপেন ফাইনালে কী হয়েছিল বা কার বিরুদ্ধে খেলেছি। তবে ওই ম্যাচে খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। একই সঙ্গে হেরে খুব দুঃখও পেয়েছিলাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

record Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE