ইন্ডিয়ান ওপেনের পর এ বার র্যাঙ্কিংয়ের ইঁদুরদৌড়েও ক্যারোলিনা মারিনকে মাত দিলেন পি ভি সিন্ধু।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)-এর সাম্প্রতিক তালিকায় কেরিয়ার-সেরা দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। সিন্ধুর এক ধাপ নীচেই রয়েছেন মারিন। তবে আগের মতো এক নম্বর জায়গা দখলে রেখেছেন চাইনিজ তাইপের তাই জু ইং।
আরও পড়ুন
ন’বারের লড়াইয়ে এখনও পর্যন্ত সিন্ধুকে পাঁচ বার হারিয়েছেন স্পেনীয় তারকা মারিন। বিডব্লিউএফ-এর তালিকাতে সিন্ধুকে কড়া টক্কর দিচ্ছেন তিনি। অলিম্পিক্স রুপোজয়ী সিন্ধুর ঝুলিতে রয়েছে ৭৫৭৫৯ পয়েন্ট। আর মাত্র ৭৫৬৬৪ পয়েন্ট নিয়ে সামান্য পিছনেই রয়েছেন মারিন। তাই জু অবশ্য ৮৭৯১১ পয়েন্ট নিয়ে এঁদের দু’জনের থেকে অনেকটাই এগিয়ে।
২১ বছরের সিন্ধুর সঙ্গে বিডব্লিউএফ-এর প্রথম দশের তালিকায় রয়েছেন সাইনা নেহওয়ালও। গত বারের চেয়ে এক ধাপ পিছিয়ে তাঁর স্থান হয়েছে ন’নম্বরে। ইন্ডিয়ান ওপেনের পথে কোয়ার্টার ফাইনালেই তাঁকে হারিয়েছিলেন সিন্ধু। শেষমেশ ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন মারিনকে ২১-১৯, ২১-১৬ ফলে হারিয়ে ট্রফি জেতেন তিনি। চলতি মাসের গোড়ায় পাঁচে থাকলেও তাই এ বারে তিনি উঠে আসেন দু’নম্বরে। তবে র্যাঙ্কিংয়ের ফল ভাল করলেও বুধবার মালয়েশিয়া ওপেন সুপারসিরিজ থেকে ছিটকে গিয়েছেন সিন্ধু ও সাইনা দু’জনেই।