প্রায় দু’বছর পরে চিরপ্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মারিনকে হারিয়ে আগের মতো আত্মবিশ্বাস ফিরে পেলেন বলে জানালেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল। যিনি ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে স্পেনের তারকা মারিনকে ছিটকে দেন। ৪৬ মিনিটের ম্যাচে সরাসরি জেতার পরে সাইনা বলছেন, গ্লাসগোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই তিনি উপলব্ধি করেন সেরা খেলোয়াড়দের হারিয়ে বিশ্বের সেরা দশে ফিরে আসতে হলে স্ট্যামিনা বাড়ানোর জন্য তাঁকে আরও পরিশ্রম করতে হবে। সে রকম পরিশ্রম করেই তিনি আগের জায়গায় ফিরে এলেন বলে জানালেন।
সাইনা টুর্নামেন্টের শুরুতেই কঠিন হার্ডল টপকালেও অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী পিভি সিন্ধু কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্বের দশ নম্বর চিনের চেন ইউফের কাছে হেরে গিয়ে। ফল ১৭-২১, ২১-২৩। কোরিয়া ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিন্ধুর এই নিয়ে পরপর দু’টি বড় টুর্নামেন্টে অপ্রত্যাশিত হার। গত মাসে জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
বুধবার ক্যারোলিনা মারিনকে ২২-২০, ২১-১৮-এ হারানোর পরে সাইনা বলেন, ‘‘আমার র্যাঙ্কিং যেহেতু এখন ১২, তাই আমাকে যে এখন সব টুর্নামেন্টেই কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলতে হবে, তা জানাই ছিল। র্যাঙ্কিংয়ে আমার পরে থাকা খেলোয়াড়রা ভাল ড্র পাচ্ছে। অথচ আমার কঠিন ড্র পড়ছে, এটা ভেবে ভয় পেয়ে লাভ নেই। কারণ, সেরা দশের মধ্যে ফিরতে হলে আমাকে কঠিন ম্যাচই জিততে হবে।’’