অনায়াসে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার আমেরিকার লরা লামকে ২১-১৬, ২১-১৩ ফলে সহজেই হারিয়ে দেন। সিন্ধুর জিততে সময় লাগে মাত্র ৩৩ মিনিট।
কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের সুপানিদা কাটেথংয়ের মুখোমুখি হবেন সিন্ধু। ভারতেরই কৃতি ভরদ্বাজকে ২১-১১, ২১-৭ গেমে হারিয়ে দেন। উল্লেখ্য, এই সুপানিদার কাছেই ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। তিন বছর আগে শেষ বার সৈয়দ মোদী প্রতিযোগিতা জিতেছিলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালের লড়াই তাঁর কাছে নিজেকে প্রমাণ করার। সুপানিদার বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে সৈয়দ মোদীর সেমিফাইনালে ওঠাই চ্যালেঞ্জ সিন্ধুর কাছে।