ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে হারতে হয়েছে। এ বার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ট্রফি জিততে মরিয়া পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেখানে জিততে চান দু’বারের অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন তারকা।
২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর থেকে কোনও সুপার সিরিজ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারেননি সিন্ধু। ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে তাইল্যান্ডের সুপানিদা কাতেথঙের কাছে তিন সেটে হেরে যান তিনি।