মাত্র ২৭ মিনিটের লড়াইয়ে বিপক্ষকে উড়িয়ে দিয়ে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন পিভি সিন্ধু। প্রতিপক্ষ তানিয়া হেমন্তকে হারিয়েছেন ২১-৯, ২১-৯ গেমে।
১৮ বছরের তানিয়ায় শুরুটা ভালই করেছিলেন। কিন্তু সিন্ধুর বিরুদ্ধে বেশিক্ষণ সেই ছন্দ ধরে রাখতে পারেননি। দ্রুতই সিন্ধু ৫-৫ করে ফেলেন এবং বিরতিতে এগিয়ে যান ১১-৫ পয়েন্টে। এরপরে তাঁকে আর থামানো যায়নি। সহজেই প্রথম গেম পকেটস্থ করে ফেলেন। দ্বিতীয় গেমেও একই ছন্দ দেখিয়ে জিতে নেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী। তাঁর সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তানিয়া।