Advertisement
২৭ এপ্রিল ২০২৪
PV Sindhu

Tokyo Olympics: বিদেশের প্রতিযোগিতা বন্ধ, তবু দেশে বসে যেন ম্যাচই খেলছেন সিন্ধু

উড়ান বন্ধ থাকায় বাইরের কোনও দেশে গিয়ে উন্নত পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ নেই।

রিয়োর রুপোর পদক গলায় সিন্ধু।

রিয়োর রুপোর পদক গলায় সিন্ধু। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:২৮
Share: Save:

টোকিয়ো অলিম্পিক্স আর বেশি দূরে নেই। কিন্তু যথেষ্ট প্রস্তুতির সময় পাচ্ছেন না ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই অলিম্পিক্সের টিকিট পাওয়া পি ভি সিন্ধু তাঁদের মধ্যে অন্যতম। গত বারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপোর পদক পাওয়া সিন্ধু ভরসা রাখছেন কোরিয়ার কোচ পার্ক তায়ে সাং-এর উপরেই।

উড়ান বন্ধ থাকায় বাইরের কোনও দেশে গিয়ে উন্নত পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ নেই। একের পর এক প্রতিযোগিতাও বাতিল হয়েছে। সিন্ধু বলেছেন, “ভেবেছিলাম সিঙ্গাপুরে খেলার সুযোগ পাব। কিন্তু এখন আমাদের কাছে কোনও সুযোগ নেই। তাই বিভিন্ন খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেই নিজেকে প্রস্তুত করছি। আমার কোচ ম্যাচের বিভিন্ন পরিস্থিতি তৈরি করে সেই মতো আমাকে অনুশীলন করাচ্ছেন।”

অলিম্পিক্সে অনেক শক্তিশালী খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে হবে সিন্ধুকে। সেটা কী ভাবে সামাল দেবেন? সিন্ধুর উত্তর, “জানি যে তাই জু (ইং) বা রাতচানকদের (ইন্তানন) খেলার ধরন আলাদা। কিন্তু প্রত্যেকের ধরন দেখে কোচ সেই মতো আমাকে অনুশীলন করাচ্ছে। ওদের বিরুদ্ধে আগে অনেক বার খেলেছি। আশা করি প্রত্যেকেই নিজের নতুন অস্ত্র নিয়ে হাজির হবে। আমাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

badminton PV Sindhu Tokyo 2020 Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE