Advertisement
০২ মে ২০২৪
R Ashwin

ধর্মশালায় একটি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড অশ্বিনের

কয়েক দিন আগেই সতীর্থর কাছে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান খুইয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু থেমে যায়নি রেকর্ড ভাঙার অভ্যাস। চলতি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের একটি মাত্র উইকটে নিয়েই আরও একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন এই ভারতীয় অফ স্পিনার।

ধর্মশালায় স্মিথকে আউট করার পর। ছবি-এএফপি

ধর্মশালায় স্মিথকে আউট করার পর। ছবি-এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ২০:০৩
Share: Save:

কয়েক দিন আগেই সতীর্থর কাছে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান খুইয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু থেমে যায়নি রেকর্ড ভাঙার অভ্যাস। চলতি সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের একটি মাত্র উইকটে নিয়েই আরও একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন এই ভারতীয় অফ স্পিনার।

আরও পড়ুন- বিশ্বের দামি ড্রিঙ্ক-বয়! খেলা চলাকালীন সতীর্থদের জন্য জল নিয়ে গেলেন বিরাট

কী সেই রেকর্ড?

এক টেস্ট মরসুমে (২০১৬-১৭) সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড হিসাবে অশ্বিনের নাম যুক্ত হল ক্রিকেট ইতিহাসের পরিসংখ্যান তালিকায়। প্রায় ১০ বছর আগের দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের তৈরি করা রেকর্ড ভাঙলেন। ২০০৭-০৮ মরসুমে ডেল স্টেইন ৭৮টি উইকেট নিয়েছিলেন। অশ্বিন তা ভেঙে ৭৯টি উইকেটের অধিকারি হলেন।

অন্যদিকে রবীন্দ্র জাডেজাও পিছিয়ে নেই। এই মরসুমে তিনিও ৬৭টি উইকেট নিয়ে ফেলেছেন। সেই নিরিখে গ্লেন ম্যাকগ্রাথ ৬৬টি (১৯৯৮-৯৯) এবং অনিল কুম্বলের ৬৪টি (২০০৪-০৫) উইকেট পিছনে রেখে মরসুমে সর্বোচ্চ উইকেটের তালিকায় উপরে উঠে এলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

R Ashwin India Australia Test Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE