চোটের কারণে প্রায় এক মাস কোর্টের বাইরে থাকার পরে ফের অনুশীলনে ফিরলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা রাফায়েল নাদাল। এক মাস পরেই শুরু ফরাসি ওপেন। তার আগে নাদাল অনুশীলনে ফেরায় স্বস্তিতে তাঁর ভক্তরা।
নিজের টুইটার অ্যাকাউন্টে অনুশীলনে ফেরার কথা জানান নাদাল। তিনি লেখেন, ‘চার সপ্তাহ টেনিস কোর্টে পা না রাখার পরে অবশেষে প্রথম দিন হালকা অনুশীলন করলাম। ফের ক্লে কোর্টে নামার জন্য মুখিয়ে আছি।’