Advertisement
০৪ মে ২০২৪
Rafael Nadal

Rafael Nadal: চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন নাদাল, ফরাসি ওপেনে খেলবেন রাফা!

২২ মে থেকে শুরু ফরাসি ওপেন। তার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছেন নাদাল। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে টপকে গিয়েছেন তিনি। এ বার তাঁর লক্ষ্য ১৪তম ফরাসি ওপেন খেতাব।

পাঁজরে চোট পেয়েছিলেন নাদাল

পাঁজরে চোট পেয়েছিলেন নাদাল ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০৯:৫৯
Share: Save:

চোটের কারণে প্রায় এক মাস কোর্টের বাইরে থাকার পরে ফের অনুশীলনে ফিরলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা রাফায়েল নাদাল। এক মাস পরেই শুরু ফরাসি ওপেন। তার আগে নাদাল অনুশীলনে ফেরায় স্বস্তিতে তাঁর ভক্তরা।
নিজের টুইটার অ্যাকাউন্টে অনুশীলনে ফেরার কথা জানান নাদাল। তিনি লেখেন, ‘চার সপ্তাহ টেনিস কোর্টে পা না রাখার পরে অবশেষে প্রথম দিন হালকা অনুশীলন করলাম। ফের ক্লে কোর্টে নামার জন্য মুখিয়ে আছি।’

চলতি বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজের কাছে হারেন নাদাল। সেই ম্যাচেই পাঁজরে চোট পান তিনি। প্রথমে জানা গিয়েছিল প্রায় ছ’সপ্তাহ কোর্টের বাইরে থাকতে হতে পারে ফরাসি ওপেনের সব থেকে সফল টেনিস তারকাকে। কিন্তু তার আগেই অনুশীলনে ফিরেছেন তিনি।

২২ মে থেকে শুরু ফরাসি ওপেন। তার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছেন নাদাল। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে টপকে গিয়েছেন তিনি। এ বার তাঁর লক্ষ্য ১৪তম ফরাসি ওপেন খেতাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE