Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Sports News

আইপিএল না জাতীয় দল, কাকে বাছবেন দ্রাবিড়

এই মুহূর্তে উভয় সঙ্কটে প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। কাকে বাছবেন, কাকে ছাড়বেন। আইপিএল না ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। এই মুহূর্তে রাহুল দ্রাবিড় বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল দল দিল্লি ডেয়ার ডেভিলসেরও মেন্টরের ভূমিকায় রয়েছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৮:৩১
Share: Save:

এই মুহূর্তে উভয় সঙ্কটে প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। কাকে বাছবেন, কাকে ছাড়বেন। আইপিএল না ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। এই মুহূর্তে রাহুল দ্রাবিড় বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল দল দিল্লি ডেয়ার ডেভিলসেরও মেন্টরের ভূমিকায় রয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন আদেশ মেনে ক্রিকেট বোর্ডের আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ‘কনফ্লিক্ট অফ ইনটারেস্ট’ ইস্যুকে এড়াতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর দ্রাবিড়কে আগামী মরসুমের জন্য ১২ মাসের চুক্তির আবেদন জানিয়েছে।

আরও খবর: বড় রান নেই কারও ব্যাটে! ধর্মশালার মাঠে চাপে রইল ভারত

এই মুহূর্তে দ্রাবিড়ের বিসিসিআই-এর সঙ্গে ১০ মাসের চুক্তি রয়েছে আর দিল্লির সঙ্গে রয়েছে দু’মাসের। কিন্তু নিয়ম মেনে দ্রাবিড় দুটোর সঙ্গেই থাকতে পারবেন না। যে কোনও একটা ছাড়তে হবে। জাতীয় দলের সঙ্গে থাকলে কোনও ক্লাবের সঙ্গে থাকা যাবে না। বিসিসিআই সূত্রের খবর, দ্রাবিড়ের এতে কোনও সমস্যা নেই। বোর্ড দ্রাবিড়কে সেই টাকাটাও দেবে যেটা দিল্লির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি পেতেন। সঙ্গে ভারতীয় ক্রিকেটে আরও দায়িত্ব বাডানোরও ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্রাবিড় ছাড়াও ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যেমন সঞ্জয় বাঙ্গার, আর শ্রীধর ও প্যাট্রিক ফারহার্টের জন্যই নতুন চুক্তি করা হচ্ছে। এরা সকলেই কোনও না কোনও আইপিএল দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Dravid Sanjay Bangar BCCI IPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE