Advertisement
০২ মে ২০২৪

টেস্টের শুরু থেকেই বাদ সাধছে বৃষ্টি

চতুর্থ টেস্টের শুরু থেকেই বৃষ্টি বাধা হয়ে উঠল বিরাট কোহালিদের। বৃহস্পতিবার প্রথম দিন বাইশ ওভার খেলা হওয়ার পরই কুইন্স পার্ক ওভালে বৃষ্টি নামে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ ৬২-২।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:৫৬
Share: Save:

চতুর্থ টেস্টের শুরু থেকেই বৃষ্টি বাধা হয়ে উঠল বিরাট কোহালিদের। বৃহস্পতিবার প্রথম দিন বাইশ ওভার খেলা হওয়ার পরই কুইন্স পার্ক ওভালে বৃষ্টি নামে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ ৬২-২।

সিরিজ জেতা হয়ে গেলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ের দিক থেকে এই টেস্টা গুরুত্বপূর্ণ ভারতের কাছে। জিততে না পারলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে যে এক নম্বর জায়গাটা সদ্য ফিরে পেয়েছে ভারত, তা ধরে রাখতে পারবে না। কিন্তু শুরু থেকেই বৃষ্টি বাধ সাধতে শুরু করল। বৃষ্টির জন্য আউটফিল্ড ভিজে থাকায় এমনিতেই খেলা এ দিন দেরিতে শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারের মধ্যেই দু’উইকেট খোয়ায়। ওপেনার লিয়ন জনসনকে ফেরৎ পাঠান মহম্মদ শামি। শর্ট লেগে ডাইভ মেরে ক্যাচ নেন রোহিত শর্মা। এর পর ডোয়েন ব্র্যাভো রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে বোকা বনে বোল্ড হন।

তৃতীয় টেস্টে যেমন দলে একাধিক পরিবর্তন করেছিলেন চতুর্থ টেস্টেও সেই রাস্তায় হাঁটলেন কোহালি। দলে মুরলী বিজয়কে ফেরালেন শিখর ধবনকে বাদ দিয়ে। রবীন্দ্র জাডেজাও এই টেস্টে নেই। চেতেশ্বর পূজারাকে ফেরানো হল। গ্রস আইলেটে জেতার পরই অবশ্য কোহালি বলেছিলেন, ‘‘পরিবেশ, উইকেট বুঝে যেটা ভাল মনে হয়, সেটাই করব। কে কী বলল, তাতে কিছু যায়-আসে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain West indies vs India Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE