Advertisement
E-Paper

শ্রীসন্তের পাশে রায়না, বোর্ডকে চিঠি কেসিএ-র

আদালতের রায়ে স্পট ফিক্সিংয়ের কলঙ্কমুক্ত তিনি। এ বার ঘরের ছেলেকে ক্রিকেটের মূলস্রোতে ফেরাতে তৎপর হল কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। শান্তাকুমারন শ্রীসন্তের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়ে এ দিন ভারতীয় বোর্ডকে চিঠি দিল কেসিএ। পেসারের জন্য খুলে দেওয়া হল কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামের দরজাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০৩:১৮

আদালতের রায়ে স্পট ফিক্সিংয়ের কলঙ্কমুক্ত তিনি। এ বার ঘরের ছেলেকে ক্রিকেটের মূলস্রোতে ফেরাতে তৎপর হল কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। শান্তাকুমারন শ্রীসন্তের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়ে এ দিন ভারতীয় বোর্ডকে চিঠি দিল কেসিএ। পেসারের জন্য খুলে দেওয়া হল কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামের দরজাও।
একই দিনে সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটার শ্রীসন্তদের পাশে দাঁড়িয়ে বলে দিলেন, ‘‘গড়াপেটার মতো ব্যাপারে ক্রিকেটারদের কখনওই কোনও ভূমিকা থাকে না।’’
ক’দিন আগে অপসারিত আইপিএল কমিশনার ললিত মোদী রায়নার বিরুদ্ধে আইপিএলে বুকিদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে হইচই ফেলেছিলেন। রায়না আপাতত উত্তরপ্রদেশের বামনউলিতে নিজের শ্বশুরবাড়িতে। সেখানে এ দিন সস্ত্রীক নাগেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর তাঁকে শ্রীসন্থদের নিয়ে প্রশ্ন করা হলে রায়নার স্পষ্ট বক্তব্য, ‘‘ম্যাচ গড়াপেটার মতো ব্যাপারে কখনওই ক্রিকেটারদের ভূমিকা থাকতে পারে না। তাই এই ধরনের অভিযোগ নিয়ে যতই হইচই হোক, সে সব ক্রিকেটারের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে না।’’
শ্রীসন্ত অবশ্য জানিয়েছেন, মাঝে এতটাই বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার কথা ভাবেন। এক সাক্ষাৎকারে শ্রীসন্ত বলেছেন, ‘‘ওই সময় বীরু পাজি (সহবাগ) আর ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বেশ কয়েক বার কথা হয়। ওঁরা বলেন, তুমি নির্দোষ হলে মাথা উঁচু করে বেরিয়ে আসবেই। সচিন পাজিও টুইটারে আমাকে ফলো করা বন্ধ করেননি দেখে মনে দারুণ জোর পেয়েছিলাম।’’

কেসিএ-র এ দিনের চিঠিতে ভারতীয় বোর্ড সাড়া দেবে কি না, তার উপর শ্রীসন্তের ক্রিকেট ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। তবে না চাইতেই কোচি স্টেডিয়ামে অনুশীলন করার অনুমতি পেয়ে গেলেন তিনি। এ দিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে গিয়ে কেসিএ প্রেসিডেন্ট ও বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট টিসি ম্যাথু-সহ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন শ্রীসন্ত। পরে কয়েক মিনিটের জন্য মাঠেও ঢোকেন তিনি।

স্টেডিয়ামের মালিকানা যাদের হাতে, সেই গ্রেটার কোচিন ডেভলাপমেন্ট অথরিটির (জিসিডিএ) চেয়ারম্যান এন বেণুগোপাল বলেছেন, ‘‘শ্রীসন্ত স্টেডিয়ামে অনুশীলন করতে চাইলে অবশ্যই করবে। ও কেরলের গৌরব। ভারতীয় ক্রিকেটে যার বিশাল অবদান আছে।’’ এই স্টেডিয়ামেই কেসিএ-র সব বড় ম্যাচ হয়। বোর্ডের নির্বাসন বলবৎ থাকায় শ্রীসন্ত কী করে স্টেডিয়াম ব্যবহার করতে পারেন, উঠেছে সেই প্রশ্ন। যাতে বেণুগোপাল বলেছেন, ‘‘স্টেডিয়ামের মালিক তো আমরা। তাই স্টেডিয়ামে কাকে ঢুকতে দেওয়া হবে, সেটা আমরাই ঠিক করব।’’ গতকাল এক সরকারি স্কুলের মাঠে নেট করেছিলেন শ্রীসন্ত।

raina sreesanth sreesanth kerala cricket association kca bcci sreesanth free
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy