Advertisement
২৪ এপ্রিল ২০২৪
স্পিনের গুহায় লায়ন-গর্জন

রঙ্গনা মন্ত্র প্রয়োগ করে বিরাট সাফল্য

ভারতীয় ইনিংস শেষ হওয়ার ঘণ্টাখানেক পরেও টেনশনে ছিলেন নাথন লায়ন। গম্ভীর মুখে বসেছিলেন ড্রেসিংরুমে। বেঙ্গালুরুর উইকেটে প্রথম দিনে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, এটা বুঝতেই কি অতটা সময় লেগে গেল তাঁর?

হুঙ্কার: আরও একটি শিকার তুলে নিয়ে লায়নের হুঙ্কার। ছবি: পিটিআই।

হুঙ্কার: আরও একটি শিকার তুলে নিয়ে লায়নের হুঙ্কার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০৩:৫০
Share: Save:

ভারতীয় ইনিংস শেষ হওয়ার ঘণ্টাখানেক পরেও টেনশনে ছিলেন নাথন লায়ন। গম্ভীর মুখে বসেছিলেন ড্রেসিংরুমে।

বেঙ্গালুরুর উইকেটে প্রথম দিনে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, এটা বুঝতেই কি অতটা সময় লেগে গেল তাঁর?

না, ব্যাপারটা তা নয়। আসলে ডেভিড ওয়ার্নার-ম্যাট রেনশ ওপেন করতে নামার পরেই লায়নের কাছে একটা নির্দেশ আসে অধিনায়ক স্টিভ স্মিথের কাছ থেকে— ‘প্যাড পরে বসে থাকো। ওপেনারদের কেউ আউট হলে তোমাকে নৈশপ্রহরী হিসেবে যেতে হবে।’ ব্যস, টেনশন শুরু দিনের নায়কের।

আরও পড়ুন: বিস্ময় পিচ, কোহালির ডিআরএস, রাহানের রোগ

চিন্নাস্বামীর বাইশ গজ শনিবার যিনি শাসন করে গেলেন, তাঁর ক্রিকেট জীবনে ওঠা-পড়াটা নতুন নয়। গত বছর শ্রীলঙ্কা সফরের পর থেকেই নিজের ক্রিকেট জীবন নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন লায়ন। এবং কলম্বোয় শেষ টেস্টের পরে রঙ্গনা হেরাথের সঙ্গে আলাদা করে বসেছিলেন। লায়নের প্রশ্নটা খুব সহজ ছিল। কী করলে কেরিয়ারের রেখচিত্রটা আবার উপরের দিকে উঠবে। লায়ন এখন বুঝতে পারছেন, খাদের ধার থেকে ফিরে আসার প্রথম পা সে দিন ফেলেছিলেন তিনি।

ভারতে সেরা বিদেশি

• নাথন লায়ন ৮-৫০

• লান্স ক্লুজনার ৮-৬৪

• সিকান্দার বখ্ত ৮-৬৯

• জেসন ক্রেজা ৮-২১৫

• ফজল মাহমুদ ৭-৪২

লায়ন যে রঙ্গনা-ফর্মুলায় চিন্নাস্বামীতে সাফল্য তুলে আনলেন, সেটা খুব সহজ। একই জায়গায় বার বার বলটা ফেলে যাও। ব্যাটসম্যান ভুল করবেই। শনিবার বেঙ্গালুরুতে ভারতীয় ইনিংসকে একাই শেষ করার পরে লায়ন বলেছেন, ‘‘আমি চেয়েছিলাম প্রাথমিক জিনিসটা ঠিকঠাক করতে। বলটাকে এক জায়গায় ফেলে যেতে। আপনি যদি হেরাথকে দেখেন, তা হলে বুঝবেন, ও ঠিক এই জিনিসটাই করে। এক জায়গায় বলটা ফেলে যায়।’’ এখানেই শেষ নয়। রঙ্গনা হেরাথ তাঁকে সে দিন কী বলেছিলেন, সেটাও জানিয়ে দিচ্ছেন হেরাথ। বলছেন, ‘‘সে দিন রঙ্গনা বলেছিল, আমি একটা জায়গায় বলটা রেখে যাই। তার পর সে বলটা স্পিন করবে না সোজা যাবে, সেটা আমি নিজেই বুঝি না। আর আমি না বুঝলে ব্যাটসম্যান বুঝবে কী করে?’’ লায়ন বলে দিচ্ছেন, তিনিও এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছেন। ‘‘আমি রঙ্গনার পরিকল্পনাটাই কাজে লাগাচ্ছি। রঙ্গনা তো এই স্ট্র্যাটেজিতেই সফল হয়ে আসছে,’’ বলেছেন অস্ট্রেলীয় অফ স্পিনার। যিনি এ দিন ভারতের মাটিতে এক ইনিংসে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন। ল্যান্স ক্লুজনারের ৮-৬৪ রেকর্ড ভেঙে দিয়ে।

টস জিতে যখন কোহালি প্রথমে ব্যাট নিলেন, তখনও বোঝা যায়নি কী অপেক্ষা করে আছে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। চোটের জন্য মুরলী বিজয় খেলেননি। তাঁর জায়গায় আসা অভিনব মুকুন্দ শূন্য রানে ফিরে যান। কিন্তু তখনও কোনও রকম আঁচ পাওয়া যায়নি কী হতে চলেছে।

কী এমন ম্যাজিক ছিল লায়নের বলে যে, ভারত ধসে গেল? বিশেষজ্ঞরা বলছেন, মূলত ওভার স্পিনের ওপর জোর দিয়েছেন এবং বাউন্সটা আদায় করে নিয়েছেন পিচ থেকে। লায়নের বোলিংয়ের পিচ ম্যাপে দেখা যাচ্ছে, তিনি অফ স্টাম্পের সামান্য বাইরে বল ফেলে গিয়েছেন। শর্টও নয়, ফুল লেংথও নয়। এমন একটা লেংথে যেখান থেকে ব্যাটসম্যানের মনে একটা অনিশ্চয়তা ঢুকিয়ে দিতে পারেন। কোহালির আউটটা সেই অনিশ্চয়তারই ফল। লায়নের ওই ওভারের প্রথম বলটা স্পিন করে ভিতরে ঢুকে আসে। বাউন্সও ছিল। যে বলটা কোহালির কোমরের কাছে লাগে। অন সাইডে ক্লোজ ইনে তখন শর্ট লেগ এবং লেগ গালি। এই ব্যাপারটা কোহালির মাথায় ছিল। এর পরে ভারত অধিনায়ক যে বলটা ছাড়লেন, সেটা অফ স্টাম্পের আরও কাছে পড়েছিল। বিরাট হিসেবে সামান্য ভুল করে ফেলেন।

বিরাটের উইকেট নিয়ে লায়ন বলে গেলেন, ‘‘ডেল স্টেইনের কথায়, বিরাট হল সাপের মাথাটা। তাই বিরাটের উইকেট তুলে নিতে পারলে তো ভাল লাগবেই।’’

স্কোরকার্ড

ভারত ১ম ইনিংস ১৮৯

অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৪০-০

ভারত

লোকেশ রাহুল ক রেনশ বো লায়ন ৯০

অভিনব মুকুন্দ এলবিডব্লিউ বো স্টার্ক ০

চেতেশ্বর পূজারা ক হ্যান্ডসকম্ব বো লায়ন ১৭

বিরাট কোহালি এলবিডব্লিউ বো লায়ন ১২

অজিঙ্ক রাহানে স্টা ওয়েড বো লায়ন ১৭

করুণ নায়ার স্টা ওয়েড বো ও’কিফ ২৬

রবিচন্দ্রন অশ্বিন ক ওয়ার্নার বো লায়ন ৭

ঋদ্ধিমান সাহা ক স্মিথ বো লায়ন ১

রবীন্দ্র জাডেজা ক স্মিথ বো লায়ন ৩

উমেশ যাদব নট আউট ০

ইশান্ত শর্মা ক হ্যান্ডসকম্ব বো লায়ন ০

অতিরিক্ত ১৬

সর্বমোট ১৮৯

উইকেট পতন: ১১-১ (অভিনব মুকুন্দ, ২.৫), ৭২-২ (চেতেশ্বর পূজারা, ২৭.৫),
৮৮-৩ (বিরাট কোহালি, ৩৩.৫), ১১৮-৪ (অজিঙ্ক রাহানে, ৪৭.৩),
১৫৬-৫ (করুণ নায়ার, ৫৭.২), ১৭৪-৬ (রবিচন্দ্রন অশ্বিন, ৬১.৫),
১৭৮-৭ (ঋদ্ধিমান সাহা, ৬৫.৩), ১৮৮-৮ (রবীন্দ্র জাডেজা, ৬৯.২),
১৮৯-৯ (লোকেশ রাহুল, ৭১.১), ১৮৯-১০ (ইশান্ত শর্মা, ৭১.২)

বোলিং: মিচেল স্টার্ক ১৫-৫-৩৯-১, জস হেজেলউড ১১-২-৪২-০,
স্টিভ ও’কিফ ২১-৫-৪০-১, মিচেল মার্শ ২-০-২-০, নাথন লায়ন ২২.২-৪-৫০-৮।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার ব্যাটিং ২৩

ম্যাট রেনশ ব্যাটিং ১৫

অতিরিক্ত

সর্বমোট ৪০-০

বোলিং: ইশান্ত শর্মা ৫-০-৮-০, উমেশ যাদব ৪-১-১৬-০,
রবিচন্দ্রন অশ্বিন ৬-০-১১-০, রবীন্দ্র জাডেজা ১-০-৫-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE