মরুশহরে উড়ে যাওয়ার আগে ছ’দিনের প্রস্তুতি শিবির করছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই শিবিরে উপস্থিত থাকতে পারছেন না রবীন্দ্র জাদেজা।
১৫ অগস্ট ক্যাম্প শুরু হবে সিএসকে-র। চলবে ২০ অগস্ট পর্যন্ত। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, হরভজন সিংহরা যোগ দিলেও জাদেজা থাকছেন না।
সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ব্যক্তিগত কারণের জন্যই জাতীয় দলের অলরাউন্ডারের পক্ষে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: আমিরশাহিতে কম পড়বে না ক্রিকেট আর শাহরুখ প্রেম
সিএসকে-র তরফে জানানো হয়েছে, কোচিং স্টাফদের মধ্যে একমাত্র লক্ষ্মীপতি বালাজি উপস্থিত থাকবেন এই প্রস্তুতি শিবিরে। হেড কোচ স্টিফন ফ্লেমিং ও সহকারী কোচ মাইক হাসি ২২ অগস্ট দলের সঙ্গে যোগ দেবেন দুবাইয়ে। জাদেজা অবশ্য শিবিরে না থাকলেও ২১ অগস্ট দুবাই যাওয়ার বিমানে উঠবেন। সে দিনই সিএসকে দুবাই উড়ে যাচ্ছে।
সিএসকে-র দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লুঙ্গি এনগিডি ও ফ্যাফ দু’ প্লেসি ১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন চিফ এগজিকিউটিভ অফিসার।