Advertisement
E-Paper

রিয়াল ছাড়তে চাইনি, আমাকে তাড়ানো হয়েছে

রিয়াল মাদ্রিদ ছেড়েই বোমা ফাটালেন অ্যাঞ্জেল দি মারিয়া। বিখ্যাত স্প্যানিশ ক্লাবের সমর্থকদের খোলা চিঠি লিখে আর্জেন্তিনীয় তারকা জানিয়েছেন, তিনি মোটেই ক্লাব ছাড়তে চাননি। তাঁকে জোর করেই রিয়াল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মিথ্যে রটনাও কম হয়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০৩:২৩
নতুন ক্লাবে নতুন জার্সি নিয়ে দি মারিয়া। ছবি: টুইটার

নতুন ক্লাবে নতুন জার্সি নিয়ে দি মারিয়া। ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদ ছেড়েই বোমা ফাটালেন অ্যাঞ্জেল দি মারিয়া। বিখ্যাত স্প্যানিশ ক্লাবের সমর্থকদের খোলা চিঠি লিখে আর্জেন্তিনীয় তারকা জানিয়েছেন, তিনি মোটেই ক্লাব ছাড়তে চাননি। তাঁকে জোর করেই রিয়াল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মিথ্যে রটনাও কম হয়নি।

প্রায় ৬০০ কোটি টাকায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এ দিন সকালেই সতীর্থদের সঙ্গে প্রথম প্র্যাকটিস করার কথা ছিল দি মারিয়ার। তার আগেই তাঁর পত্র-বোমায় ফুটবল মহলে তোলপাড় পড়ে গিয়েছে।

দি মারিয়া লিখেছেন, “রিয়ালে আমার বৃত্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখানে যা অভিজ্ঞতা হয়েছে সেটা কয়েকটা লাইনে বলা সম্ভব নয়। তবে আশা করি এই মুহূর্তে আমি যা বলতে চাইছি সেটা এই চিঠির বক্তব্যে পরিষ্কার হবে।” গ্যালাকটিকোসের প্রাক্তন প্লে-মেকার সঙ্গে যোগ করেন, “চার বছর রিয়ালের জার্সি পরার সম্মান পেয়েছি। সতীর্থদের সঙ্গে আমি এই ক্লাবে যা পেয়েছি তার জন্য গর্ব হয়। তবে এতটুকু ইচ্ছে না থাকলেও দুর্ভাগ্যবশত আমাকে রিয়াল মাদ্রিদ ছাড়তে হল।”

গত মরসুমে মেসুট ওজিলের মতো এ বার দি মারিয়ার ক্লাব ছাড়ারও বিরুদ্ধে ছিলেন রোনাল্ডো-সহ কয়েক জন সিনিয়র প্লেয়ার। রিয়ালের প্রেসিডেন্টকেও এ ব্যাপারে অনুরোধ করেছিলেন রোনাল্ডোরা। কিন্তু কাজের কাজ হয়নি। দি মারিয়ার ক্ষোভ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও যোগ্য সম্মান না পাওয়ায়। “লা ডেসিমা (দশম চ্যাম্পিয়ন্স লিগ) জেতার পর বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ভেবেছিলাম রিয়ালের তরফে যোগ্য সম্মানটুকু পাব। কিন্তু সেটা পাইনি। তার উপর আমাকে নিয়ে প্রচুর মিথ্যে খবর ছড়িয়েছে। কেউ আমায় পছন্দ নাও করতে পারেন। শুধু চেয়েছিলাম আমার সঙ্গে যেন ন্যায়বিচার করা হয়।”

তা হলে কি ম্যাঞ্চেস্টারে কোনও উপায় না দেখেই যোগ দিলেন দি মারিয়া? সে ব্যাপারেও তিনি পরিষ্কার বলেছেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। কোনও ক্লাবের জন্য যদি আমায় রিয়াল ছাড়তে হত সেটা একমাত্র ম্যান ইউ-ই।” আর দি মারিয়ার চোখে ম্যান ইউ কোচ? “ফান গল দুর্দান্ত কোচ। ওঁর ট্র্যাক রেকর্ডেই সেটা পরিষ্কার। আর এই ক্লাবকে আবার শীর্ষে টেনে তোলার যে প্রতিজ্ঞা দেখছি সবার মধ্যে তাতে আমি সত্যিই মুগ্ধ।”

কিন্তু তাঁর নতুন টিম তো ইংলিশ মরসুমে তিন ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখেনি। প্রিমিয়ার লিগে একটা হার, একটা ড্র। গত রাতে আবার ক্যাপিটল ওয়ান কাপে তৃতীয় ডিভিশন ক্লাবের কাছে হেরেছে। সমর্থকরা নতুন কোচ ফান গলকে তুলোধোনা করা শুরু করেছেন। দি মারিয়া কি পারবেন ফের ক্লাবকে আগের জায়গায় ফিরিয়ে আনতে? স্বয়ং ফান গল-ও যেন এই মুহূর্তে সে ব্যাপারে দ্বিধায়। “এই ক্লাবের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে নতুনদের। চটজলদি কিছু হয় না।”

ফান গল কি দি মারিয়ার সঙ্গে নিজেকেও বোঝাচ্ছেন?

di maria man utd real madrid sports news online sports news latest news football leave manchester united
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy