Advertisement
০৩ মে ২০২৪

মেসিদের সরিয়ে রিয়ালকে শীর্ষে তুললেন রোনাল্ডো

লিওনেল মেসিদের মাত্র কয়েক ঘণ্টার জন্যই লিগ শীর্ষে থাকার অনুমতি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গায়ক বন্ধুর সঙ্গে রোনাল্ডো। ছবি: টুইটার।

গায়ক বন্ধুর সঙ্গে রোনাল্ডো। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৯
Share: Save:

লিওনেল মেসিদের মাত্র কয়েক ঘণ্টার জন্যই লিগ শীর্ষে থাকার অনুমতি দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আলাভেজকে ছ’গোল দিয়ে কিছু ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। কিন্তু শনিবার রাতে ওসাসুনাকে ৩-১ হারিয়ে আবার নিজেদের পজিশন ফেরত পেল রিয়াল।

প্রথমার্ধের ২৫ মিনিটে রোনাল্ডোর গোলে ১-০ এগিয়ে যায় রিয়াল। যার কিছুক্ষণ পরেই সের্জিও লিওন সমতা ফেরান। বিরতির পর ইস্কো ও লুকাসের গোলে ৩-১ জয় পায় রিয়াল। লা লিগা জেতার দিকে আরও এক পা বাড়ায় জিদানের দল।

জয়ের পরে রিয়ালের ফরাসি কোচ আবার প্রশংসা করেন ওসাসুনার। জিদানের মতে, দল আগে থেকেই আশা করেছিল কঠিন একটা ম্যাচ হবে। ‘‘আমাদের সুযোগ ছিল দ্বিতীয় গোল করার। কিন্তু তার আগেও বিপক্ষ সমতা ফেরায়। আশা করেছিলাম কঠিন একটা ম্যাচ। দ্বিতীয়ার্ধে গোল পাওয়ায় অবশ্য আমি খুশি।’’

বিরতির সময় স্কোর ছিল ১-১। স্বভাবতই ড্রেসিংরুমে জিদান পরিষ্কার করে দেন, সুযোগ না নিলে তিন পয়েন্ট পাওয়া যাবে না। জিদান বলছেন, ‘‘হাফটাইমে আমি প্লেয়ারদের বললাম সুযোগ নিতে হবে। দ্বিতীয়ার্ধে দেখলাম আমাদের খেলায় আরও উন্নতি হয়েছে। অনেক বেশি ব্যালান্সড লাগছিল দেখে।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নামছে রিয়াল। প্রতিপক্ষ নাপোলি। চ্যাম্পিয়ন্স লিগের আগে আবার রিয়াল ভক্তদের স্বস্তি দিয়ে ট্রেনিংয়ে ফিরেছেন গ্যারেথ বেল। হিসেব মতো আরও কয়েকদিন পরে ফেরার কথা ছিল ওয়েলশ উইজার্ডের। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ট্রেনিংয়ে ফিরলেন রিয়াল তারকা। যদিও জিদান বলছেন, এখনও পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে বেলের।

জিদানের মতে, নাপোলির বিরুদ্ধে রিটার্ন লেগে হয়তো ফিরতে পারবেন বেল। ‘‘আমি আশা করছি নাপোলির বিরুদ্ধে দ্বিতীয় লেগের আগে ফিরবে বেল। দলের সঙ্গে কয়েকদিন ট্রেনিং করতে হবে।’’ যদিও নিজের ব্যক্তিগত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেল নিজের ট্রেনিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ট্রেনিংয়ে ফিরেছি। এ বার লক্ষ্য ম্যাচে ফেরা।’’

ম্যাচ হারা ছাড়াও ফুটবলারের বড় রকমের চোটেরও সাক্ষী থাকলেন ওসাসুনা সমর্থকেরা। ইস্কোর সঙ্গে চ্যালেঞ্জে পা ভাঙলেন ওসাসুনার তানো বোনিন। ম্যাচের পর আবার রিয়ালের স্প্যানিশ প্লে-মেকার ইস্কো বলছেন, ‘‘আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তানো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldo Real Madrid La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE