Advertisement
১৯ এপ্রিল ২০২৪
লা লিগা

রিয়ালে প্রথম হার সোলারির

য়ুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পরে রিয়াল সোলারিকে অস্থায়ী কোচ করেছিল। পরে ইউরোপের ক্লাব ফুটবলে  আন্তর্জাতিক বিরতির সময় এই আর্জেন্টাইনকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করে গত বারের চ্যাম্পিয়ন্স লিগে জয়ী স্পেনের ক্লাব।

ব্যর্থ: এইবারের বিরুদ্ধেও গোল পেলেন না বেল। এপি

ব্যর্থ: এইবারের বিরুদ্ধেও গোল পেলেন না বেল। এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৪:৩১
Share: Save:

রিয়াল মাদ্রিদ ০ • এইবার ৩

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরে প্রথম হারের স্বাদ পেলেন সান্তিয়াগো সোলারি। লা লিগায় শনিবার এইবারের কাছে ০-৩ হেরে গেলেন সের্খিয়ো র‌্যামোসরা।

য়ুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পরে রিয়াল সোলারিকে অস্থায়ী কোচ করেছিল। পরে ইউরোপের ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতির সময় এই আর্জেন্টাইনকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করে গত বারের চ্যাম্পিয়ন্স লিগে জয়ী স্পেনের ক্লাব। দায়িত্ব নেওয়ার পরে সোলারির কোচিংয়ে প্রথম চারটি ম্যাচই জিতেছিল রিয়াল। কিন্তু শনিবার ইপুরুয়া মিউনিসিপ্যাল স্টেডিয়ামে সব হিসেব উল্টে দিল এইবার। এই ক্লাবটি রিয়ালের বিরুদ্ধে লা লিগায় কিন্তু এই প্রথম জিতল। খেলার আধ ঘণ্টার মধ্যেই তারা ফল ৩-০ করে ফেলে। গোল করেন গঞ্জালো এসকালেন্তে (১৬ মিনিট), সের্খিয়ো এনরিখ (৫২ মিনিট) ও কিকে (৫৭ মিনিট)। এই জয়ের ফলে লা লিগার টেবলে এইবার ১৩ নম্বর থেকে উঠে এল একেবারে সাত নম্বরে। আর রিয়াল মাদ্রিদ এই ম্যাচের পরে পড়ে থাকল ছ’নম্বরে। তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ২০।

ম্যাচে ০-৩ হারলেও এমন নয় যে রিয়াল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। একবার গ্যারেথ বেলের মারা শট গোলে ঢুকলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। আর একবার করিম বেঞ্জেমার শট এইবারের লেফ্টব্যাক কোটে গোললাইন থেকে বের করে দেন। বেল আরও একবার এবং লুকা মদ্রিচও বিপক্ষ গোলে ভাল শট নিয়েছিলেন। কিন্তু এইবারের গোলরক্ষক আসিয়ের রিয়েসগোর জন্য রিয়াল ব্যবধান কমাতে বা ম্যাচে ফিরতে পারেনি। মজা হচ্ছে এই ম্যাচে ৬১ শতাংশ বল নিয়ন্ত্রণ করেছিলেন সোলারির দলের ফুটবলাররাই। কিন্তু বিপক্ষ গোলে সঠিক লক্ষ্যে তাঁরা শট নিতে পেরেছেন মাত্র তিন বার। সেখানে এই কাজটা অন্তত আট বার করে দেখিয়েছে এইবার।

এমনিতে ম্যাচের আগের দিনই সাংবাদিক সম্মেলন করতে এসে সোলারি বলেছিলেন, ‘‘ওরা নিজেদের মাঠে খেলবে। আমি ভাল করেই জানি ইপুরুয়ায় ওরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আমাদের ফুটবলারদের প্রথম থেকেই সাবধানে থাকতে হবে।’’ সোলারির কথাই কিন্তু শেষ পর্যন্ত ফলে গেল। রক্ষণ যথেষ্ট সতর্ক না থাকায় এ দিন অন্তত দু’টি গোল হজম করতে হয়েছে রিয়ালকে। এবং এই হারের পরিপ্রেক্ষিতে নতুন করে রিয়ালের বোর্ড হয়তো ভাবতে বসবে অন্য কাউকে কোচ করার কথা। অন্তত স্পেনের সংবাদমাধ্যমে এখন থেকেই সেই আশঙ্কা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE