লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ। লা লিগায় মঙ্গলবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট রিয়ালের। একই পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। তারা এগিয়ে গোল পার্থক্যে। ইংলিশ প্রিমিয়ার লিগে পর পর হেরে চাপে চেলসি।
লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক বিলবাও। ১৩ মিনিটের মাথায় বিলবাওয়ের রাউল গার্সিয়াকে লাল কার্ড দেখান রেফারি। শুরুতেই ১০ জন হয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে দলকে এগিয়ে দেন টনি ক্রুজ। দূর পাল্লার শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন বিলবাওয়ের আন্দের কাপা। রিয়াল কোচ জিনেদিন জিদানের কপালে চিন্তার ভাঁজ। যদিও সেই চিন্তা দীর্ঘস্থায়ী হতে দেননি ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ৭৪ মিনিটের মাথায় হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেন বেঞ্জেমাই।
টানা ৪ ম্যাচে জয় পেল রিয়াল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে। ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন হচ্ছে তাদের। অন্যদিকে বার্সেলোনা বুধবার রাতে নামতে চলেছে শীর্ষে থাকা সোসিয়েদাদের বিরুদ্ধে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে বার্সা।