Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Real Madrid

বেঞ্জেমার জোড়া গোলে প্রথম তিনে রিয়াল, ফের হার চেলসির

টানা ৪ ম্যাচে জয় পেল রিয়াল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে।

জোড়া গোল বেঞ্জেমার। ছবি: সোশ্যাল মিডিয়া

জোড়া গোল বেঞ্জেমার। ছবি: সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৪:০৬
Share: Save:

লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ। লা লিগায় মঙ্গলবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট রিয়ালের। একই পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। তারা এগিয়ে গোল পার্থক্যে। ইংলিশ প্রিমিয়ার লিগে পর পর হেরে চাপে চেলসি

লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক বিলবাও। ১৩ মিনিটের মাথায় বিলবাওয়ের রাউল গার্সিয়াকে লাল কার্ড দেখান রেফারি। শুরুতেই ১০ জন হয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে দলকে এগিয়ে দেন টনি ক্রুজ। দূর পাল্লার শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন বিলবাওয়ের আন্দের কাপা। রিয়াল কোচ জিনেদিন জিদানের কপালে চিন্তার ভাঁজ। যদিও সেই চিন্তা দীর্ঘস্থায়ী হতে দেননি ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ৭৪ মিনিটের মাথায় হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেন বেঞ্জেমাই।

টানা ৪ ম্যাচে জয় পেল রিয়াল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে। ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন হচ্ছে তাদের। অন্যদিকে বার্সেলোনা বুধবার রাতে নামতে চলেছে শীর্ষে থাকা সোসিয়েদাদের বিরুদ্ধে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে বার্সা।

আরও পড়ুন: মেসির বেতন কমে যেতে পারে বার্সেলোনায়

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় চেলসি মুখোমুখি হয়েছিল উলভসের। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ৪৯ মিনিটের মাথায় গোল করেন অলিভিয়ের জিরু। তবে শেষ রক্ষা হয়নি। ৬৬ মিনিটে ড্যানিয়াল পদেঞ্চে এবং ৯৫ মিনিটে পেদ্রো নেটোর গোলে জয় লাভ করে উলভস। পর পর ২ ম্যাচে হেরে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ নম্বরে চেলসি। লিগ শীর্ষে থাকা টটেনহ্যামের থেকে ২ পয়েন্ট কম হলেও এক ম্যাচ বেশি খেলেছে চেলসি। মঙ্গলবার রাতে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটিও। ওয়েস্ট ব্রমউইকের বিরুদ্ধে ১-১ ফলে অমীমাংসিত থাকে খেলা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট সিটি রয়েছে ৬ নম্বরে।

আরও পড়ুন: ফুটবল নয়, রোনাল্ডোর পছন্দ বক্সিং, ফাইটিং চ্যাম্পিয়নশিপ

প্রিমিয়ার লিগে বুধবার রাতে খেলতে নামবে আর্সেনাল, সাউথ্যাম্পটনের বিরুদ্ধে। তবে আকর্ষণের কেন্দ্রে থাকবে লিভারপুল বনাম টটেনহ্যাম ম্যাচ। এই ম্যাচ জিতে লিগ শীর্ষে উঠতে চাইবে লিভারপুল। দুই দলই ১২ ম্যাচ খেলে পেয়েছে ২৫ পয়েন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Real Madrid Chelsea La liga EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE