Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ড্র করেও হাল ছাড়ছেন না জ়িদান
real madrid

অনবদ্য গ্রিজ়ম্যান, জমে গেল লা লিগা

বের্নাবাউয়ে বেতিসের কাছে আটকে যায় রিয়াল। যে ফল দেখে অনেকেই মনে করছেন, গতবারের লা লিগাজয়ী রিয়ালের পক্ষে এ বার খেতাব জয় হয়তো কঠিনই হয়ে দাঁড়াল।

উচ্ছ্বাস: বার্সার গোলদাতা গ্রিজ়ম্যানের সঙ্গে উৎসব মেসির। রবিবার।

উচ্ছ্বাস: বার্সার গোলদাতা গ্রিজ়ম্যানের সঙ্গে উৎসব মেসির। রবিবার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ০৬:৫৮
Share: Save:

লা লিগা

ভিয়ারিয়াল ১ বার্সেলোনা ২

রিয়াল মাদ্রিদ ০ রিয়াল বেতিস ০

জমে গেল লা লিগা দখলের লড়াই। আরও স্পষ্ট করে বললে, রবিবার সেই প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা এনে দিলেন আঁতোয়া গ্রিজ়ম্যান। তাঁর জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ২-১ ফলে হারিয়ে দিল ভিয়ারিয়ালকে।

শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচ ড্র করে লিগ জয়ের অভিযানে ধাক্কা লাগে রিয়াল মাদ্রিদের। তার চব্বিশ ঘণ্টার মধ্যে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ো জ়িনেদিন জ়িদানের দলকে ধরে ফেলল বার্সা। রিয়ালের ৩৩ ম্যাচে পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলে এ দিন ৭১ পয়েন্ট হয়ে গেল রোনাল্ড কোমানের দলের। ম্যাচের পরে যে জয় নিয়ে লিয়োনেল মেসিদের ম্যানেজার বলেছেন, “খুব চাপের মধ্যে ছিলাম। ভিয়ারিয়াল প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন। কিন্তু শেষ মিনিট পর্যন্ত বার্সেলোনার ফুটবলাররা লড়াই করে ছিনিয়ে নিয়েছে মূল্যবান তিন পয়েন্ট।”

রবিবার ম্যাচের ২৬ মিনিটে স্যামুয়েল চুকওয়েজ়ের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে সেই আনন্দ হয়নি দীর্ঘস্থায়ী। দুই মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান গ্রিজ়ম্যান। পরে ৩৫ মিনিটে ফরাসি স্ট্রাইকার ফের ব্যবধান বাড়িয়ে যান। কোমান বলেছেন, “সামনের সমস্ত ম্যাচ খুব কঠিন হতে চলেছে। কোনও ধরনের ভুল করা যাবে না। তা হলেই লক্ষ্য থেকে ছিটকে যেতে পারি আমরা। তবে ফুটবলারদের দায়িত্বশীল ফুটবল আমার আত্মপ্রত্যয় বাড়িয়ে দিয়েছে। এ বার লা লিগা জেতাটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। সকলকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে সেই কাজ সম্পূর্ণ করতে হবে।”

লক্ষ্য: দু’পয়েন্ট নষ্ট হলেও সামলে নেওয়ার আশায় জ়িদান।

লক্ষ্য: দু’পয়েন্ট নষ্ট হলেও সামলে নেওয়ার আশায় জ়িদান। ফাইল চিত্র

এ দিকে, শনিবার বের্নাবাউয়ে বেতিসের কাছে আটকে যায় রিয়াল। যে ফল দেখে অনেকেই মনে করছেন, গতবারের লা লিগাজয়ী রিয়ালের পক্ষে এ বার খেতাব জয় হয়তো কঠিনই হয়ে দাঁড়াল। যদিও ম্যানেজার জ়িনেদিন জ়িদান তা মনে করছেন না। তাঁর দাবি, খেতাবের জন্য লড়াই এখনও শেষ হয়নি। জিজু বলেছেন, ‘‘এটা ঘটনা, আজ দু’পয়েন্ট নষ্ট হল। কিন্তু আমাদের রক্ষণ খুব ভাল খেলেছে। সে ভাবে কিছু করতে পারেনি আক্রমণ ভাগের ফুটবলারেরা। বেশির ভাগ ক্ষেত্রেই বেতিস বল কেড়ে নিয়েছে। রিয়ালের আক্রমণে কিছু একটার যেন অভাব ছিল।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘দু’পয়েন্ট নষ্ট করাটা সামলে নিতেই হবে। লা লিগায় এখনও আমাদের পাঁচটি ম্যাচ আছে। লিগ আজই শেষ হয়ে গেলে বলতে হত, আমরা পারিনি। তা তো নয়। তা ছাড়া অন্য দলগুলিকেও কিন্তু একই রকম ভাল খেলতে হবে।’’ এখানেই থামেননি জ়িদান। যোগ করেন, ‘‘যত বার পয়েন্ট নষ্ট করি, তত বারই বলা হয়, রিয়াল খুব খারাপ খেলছে। আসল ব্যাপার, ছেলেদের একটু বিশ্রাম দরকার। সেটা পেলেই ছেলেরা অন্য ফুটবল খেলবে। মঙ্গলবারই তো আবার খেলা। এ বার লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির সঙ্গে। এই ধরনের ম্যাচে দল কিন্তু তৈরি হয়েই নামবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE