Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

রোনাল্ডোর হ্যাটট্রিকে মুছল র‌্যামোসের ভুল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনবদ্য হেডে গোলের উৎসব তখনও শেষ হয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকদের। স্কোরবোর্ড দেখাচ্ছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১-১ সমতা ফিরিয়েছে রিয়াল। প্রথম পর্বের ম্যাচে ২-১ জয়ী রিয়াল মাদ্রিদ ভক্তরা তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:০৮
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনবদ্য হেডে গোলের উৎসব তখনও শেষ হয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকদের। স্কোরবোর্ড দেখাচ্ছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১-১ সমতা ফিরিয়েছে রিয়াল। প্রথম পর্বের ম্যাচে ২-১ জয়ী রিয়াল মাদ্রিদ ভক্তরা তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছেন। ম্যাচ শেষ হতে তখন ১৫ মিনিটও বাকি নেই। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বের্নাবাও। রক্ষণ বিভাগের ভুলবোঝাবুঝিতে রিয়াল অধিনায়ক সের্জিও র‌্যামোসের কেলর নাভাসকে লক্ষ্য করে বাড়ানো শট ততক্ষণে জালে জড়িয়ে গিয়েছে। এক লহমায় পাল্টে গেল দৃশ্য। উৎসব বদলে গেল হতাশায়। ঘরের মাঠে ১-২ পিছিয়ে গেল রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বিশ্বের দুই তারকাসমৃদ্ধ ক্লাবের মঙ্গলবার দ্বিতীয় পর্বের লড়াই ঠিক এ রকমই ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে পেন্ডুলামের মতো কখনও ম্যাচের ফল হেলে পড়ছিল এক বার বায়ার্নের দিকে আবার কখনও রিয়ালের দিকে। পেনাল্টি থেকে গোল করে প্রথমে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেয়নডস্কি। রোনাল্ডো দ্বিতীয়ার্ধের শেষ দিকে হেডে গোল শোধ করেন।

অতিরিক্ত সময়ে অবশ্য দুরন্ত জোড়া গোল করে ফের রিয়ালকে সেমিফাইনালের পথে নিয়ে যান রোনাল্ডো। শেষ খবর, পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের জোরে ম্যাচের ১১৭ মিনিটে ফল ৪-২। দু’পর্ব মিলিয়ে রিয়াল এগিয়ে ৬-৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE