Advertisement
E-Paper

টি২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান পন্থের

এ দিন প্রথম ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে হিমাচল প্রদেশ। জবাবে মাত্র ১১.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৬:৩৪
বিধ্বংসী মেজাজে ঝষভ পন্থ। ছবি: সংগৃহীত।

বিধ্বংসী মেজাজে ঝষভ পন্থ। ছবি: সংগৃহীত।

টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন দিল্লির তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ৩৮ বলে ১১৬ রানের ইনিংস খেলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে এই নজির গড়লেন ঋষভ।

সেঞ্চুরি করতে ঋষভ নেন মাত্র ৩২টি বল। পন্থের ইনিংসটি সাজানো ছিল ১২টি ছয় এবং ৮টি চার দিয়ে।

এ দিন প্রথম ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে হিমাচল প্রদেশ। জবাবে মাত্র ১১.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ঋষভকে যোগ্য সঙ্গত দেন গৌতম গম্ভীর। ৩৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন গৌতম।

আরও পড়ুন: শহরে এলেন ডুডু

আরও পড়ুন: দ্বিতীয় দিন ৩৩৫ রানেই অল-আউট দক্ষিণ আফ্রিকা

টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেলের দখলে। ২০১৩ আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে এই রেকর্ড করেন গেল।

Rishabh Pant Syed Mushtaq Ali Trophy Cricket Cricketer Delhi Himachal Pradesh ঋষভ পন্থ হিমাচল প্রদেশ দিল্লি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy